মুম্বই : কঙ্গনা রানাওয়াত ও দীপিকা পাড়ুকোন - বলিউডের অন্যতম দুই প্রশংসিত অভিনেত্রী। একই সঙ্গে তাঁরা বলিউডের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বীও। শোনা গেছিল, কঙ্গনাকে রিপ্লেস করে দীপিকা নিজের জায়গা করে নিয়েছেন অনুরাগ বসুর ছবি 'ইমালি'-তে। এই নিয়ে কী বললেন পরিচালক?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অনুরাগ বলেন, "আমাদের নভেম্বর মাসে ছবি শুরু করার কথা ছিল। তবে কঙ্গনা 'মণিকর্ণিকা' আর 'পাঙ্গা' ছবিগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আর আমিও অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কঙ্গনাও চেয়েছিল এই ছবিতে অভিনয় করতে, কিন্তু পরিস্থিতির কারণে সেটা আর করা হল না।"
'ইমালি'-তে দীপিকার সংযোজন নিয়ে অনুরাগ বলেন, "ও নিজে থেকে কনফার্ম না করলে আমি কিছু জানাতে পারব না। আমি ওঁর সঙ্গে দেখা করেছিলাম। তবে ও এখনও আমায় নিশ্চিত করে কিছু জানায়নি। জানালে আমিও আপনাদের জানিয়ে দেব।"
অনুরাগের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন কঙ্গনা। ২০০৬ সালে প্রথম ছবি 'গ্যাংস্টার'-এই কঙ্গনা নিজের জাত বুঝিয়ে দিয়েছিলেন। কঙ্গনার সঙ্গে ফের কাজ করা প্রসঙ্গে অনুরাগ বললেন, "আমরা আবার একসঙ্গে কাজ করব নিশ্চিতভাবেই, সেটা এখন হোক বা পরে।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">