ETV Bharat / sitara

কোয়ারেন্টাইনে মাস্টারশেফ দীপিকা, প্রেমে পড়ে গেলেন রণবীর - রণবীর সিংয়ের খবর

কোয়ারেন্টাইনে একেবারে মাস্টারশেফের মতো একের পর এক দারুণ রান্না করে খাওয়ালের রণবীর সিংকে । স্ত্রীয়ের রান্নায় মুগ্ধ হয়ে ফের একবার প্রেমের প্রকাশ রণবীরের ।

deepika padukone make food for ranveer singh
deepika padukone make food for ranveer singh
author img

By

Published : Apr 4, 2020, 12:18 PM IST

মুম্বই : থাই স্যালাড, থাই গ্রিন কারি, ভেজিটেবল টম ইয়াম স্যুপ, কী নেই সেখানে । মাস্টারশেফ দীপিকার হাতের গুণে তৈরি হল একাধিক লা-জবাব ডিশ । আর মন ভরে খেলেন রণবীর ।

গতকাল রণবীর তাঁর ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন তাঁদের হেঁশেলের কিছু মুহূর্ত । প্রথম ছবিতেই রান্না করতে প্রস্তুত দীপিকাকে 'মাস্টারশেফ দীপিকা' তকমা দিয়েছেন তিনি । আর দেবেন না-ই বা কেন ? এক দিনের মধ্যে থাই কুজ়িনের একাধিক ডিশ দারুণ ভাবে রান্না করেছেন তিনি । অন্তন ইনস্টাফোটো দেখে তো তাই মনে হচ্ছে । স্বাদের কথা রণবীর বলতে পারবেন !

deepika padukone make food for ranveer singh
স্টার্টার আর মেইনকোর্স

তবে রণবীর যে শুধু খেয়েছেন তাই নয়, ডেজ়ার্টের জন্য তৈরি 'কেক উইথ আইসক্রিম' তৈরিতে দীপিকাকে হেল্পও করেছেন তিনি । কেকের সঙ্গে আইসক্রিম, মেল্টেড চকোলেট, কুকিজ় মিশিয়ে এক দারুণ ডিশ তৈরি করেন দু'জনে ।

আর সেই ডেজ়ার্ট খেতে খেতে স্ত্রী-কে ফের একবার রণবীর বলেই দিলেন, "দীপু, তুমি আমার একমাত্র সত্যিকারের ভালোবাসা..."

deepika padukone make food for ranveer singh
ডেজ়ার্ট..

কোয়ারেন্টাইনে থেকে যে নিজেদের বেশ ভালোরকম সময় দিচ্ছেন দীপিকা-রণবীর তা বোঝা যাচ্ছে । এমন অঢেল সময় তো পাওয়াই যায় না...একই কথা প্রযোজ্য বিরাট-অনুষ্কার ক্ষেত্রেও ।

মুম্বই : থাই স্যালাড, থাই গ্রিন কারি, ভেজিটেবল টম ইয়াম স্যুপ, কী নেই সেখানে । মাস্টারশেফ দীপিকার হাতের গুণে তৈরি হল একাধিক লা-জবাব ডিশ । আর মন ভরে খেলেন রণবীর ।

গতকাল রণবীর তাঁর ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন তাঁদের হেঁশেলের কিছু মুহূর্ত । প্রথম ছবিতেই রান্না করতে প্রস্তুত দীপিকাকে 'মাস্টারশেফ দীপিকা' তকমা দিয়েছেন তিনি । আর দেবেন না-ই বা কেন ? এক দিনের মধ্যে থাই কুজ়িনের একাধিক ডিশ দারুণ ভাবে রান্না করেছেন তিনি । অন্তন ইনস্টাফোটো দেখে তো তাই মনে হচ্ছে । স্বাদের কথা রণবীর বলতে পারবেন !

deepika padukone make food for ranveer singh
স্টার্টার আর মেইনকোর্স

তবে রণবীর যে শুধু খেয়েছেন তাই নয়, ডেজ়ার্টের জন্য তৈরি 'কেক উইথ আইসক্রিম' তৈরিতে দীপিকাকে হেল্পও করেছেন তিনি । কেকের সঙ্গে আইসক্রিম, মেল্টেড চকোলেট, কুকিজ় মিশিয়ে এক দারুণ ডিশ তৈরি করেন দু'জনে ।

আর সেই ডেজ়ার্ট খেতে খেতে স্ত্রী-কে ফের একবার রণবীর বলেই দিলেন, "দীপু, তুমি আমার একমাত্র সত্যিকারের ভালোবাসা..."

deepika padukone make food for ranveer singh
ডেজ়ার্ট..

কোয়ারেন্টাইনে থেকে যে নিজেদের বেশ ভালোরকম সময় দিচ্ছেন দীপিকা-রণবীর তা বোঝা যাচ্ছে । এমন অঢেল সময় তো পাওয়াই যায় না...একই কথা প্রযোজ্য বিরাট-অনুষ্কার ক্ষেত্রেও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.