মুম্বই : অভিনেত্রীরা নিজের বয়স কম দেখানোর জন্য অনেক কিছু করেন। কেউ প্লাস্টিক সার্জারি করান তো কেউ শরীরের উপর অন্যান্য কাটাছেঁড়া। সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে দেখা গেল মুম্বইয়ের এজলেস ক্লিনিকে।
বান্দ্রায় অবস্থিত একটি ক্লিনিকের নাম 'এজলেস ক্লিনিক'। সেখানে মাঝেমধ্যেই বিভিন্ন সেলেব্রিটিদের দেখা যায়। কয়েকদিন আগেই সেখানে দেখা গেছিল শাহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুরকে। এবার দেখা গেল দীপিকা পাড়ুকোনকে। তাহলে কি দীপিকাও বয়স ধরে রাখতে ট্রিটমেন্ট করাচ্ছেন?
দীপিকাকে এদিন খুব কম সময়ের জন্য দেখা গেল। পাপারাৎজ়িদের ক্যামেরা এড়াতে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলেন তিনি ক্লিনিক থেকে। কালো টিশার্ট আর ট্রাউজ়ারে এক ঝলক দেখা গেল অভিনেত্রীকে।
দেখে নিন সেই ভিডিয়ো...