মুম্বই : ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে ড্রাগ সংক্রান্ত আলোচনা করেছিলেন দীপিকা পাড়ুকোন । করিশ্মার থেকে ড্রাগ আছে কিনা জানতে চেয়েছিলেন তিনি । এই হোয়াটস্যাপ চ্যাট সামনে আসার পরই দীপিকা ও করিশ্মাকে সমন পাঠিয়েছে NCB । কিন্তু, ব্যক্তিগত চ্যাট কী করে বাইরে গেল ? ভেবেই পাচ্ছেন না দীপিকা ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, করিশ্মার উপর বেজায় চটেছেন দীপিকা । এই পুরো ঘটনার জন্য তাকেই দায়ি করেছেন অভিনেত্রী । শুধু তাই নয়, সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার উপরেও নাকি তোপ দেগেছেন দীপিকা ।
শোনা যাচ্ছে 12 জনের একটি লিগাল টিম বানিয়ে ফেলেছেন দীপিকা । গোয়া থেকে ভিডিয়ো কলের মাধ্যমে সেই টিমের সঙ্গে আলোচনা করছেন তিনি । সেই আলোচনায় উপস্থিত থাকছেন স্বামী রণবীর সিংও ।
গোয়ায় একটু শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা । তাঁর সঙ্গে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদীও । তবে সূত্রের খবর আজ বিকেলে মুম্বই ফেরার সম্ভাবনা রয়েছে অভিনেত্রীর ।
এই সমস্ত খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে । ETV ভারত এর সত্যতা যাচাই করেনি ।