ETV Bharat / sitara

রণবীর নয়, কার সঙ্গে রেস্তরাঁয় দীপিকা ? - outing of Deepika Padukone

দীপিকা পাড়ুকোন ও তাঁর বোন অনিষাকে ক্যামেরাবন্দী করা হয়েছে একটি রেস্তরাঁর বাইরে ৷ সেটি মুম্বই শহরের একটি বিলাসবহুল রেস্টুরেন্ট ৷ সম্ভবত কাজের চাপ থেকে একটু নিস্তার পেতেই এই মধ্যাহ্নভোজে যান অভিনেত্রী ৷

Latest news of Deepika Padukone
দীপিকা পাড়ুকোন
author img

By

Published : Mar 13, 2021, 7:26 PM IST

মুম্বই, 13 মার্চ : সপ্তাহের শেষলগ্নে মুম্বই শহরের গ্ল্যামার বরাবরই একটু বেড়ে যায় ৷ আর তার কেন্দ্রে থাকেন বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা ৷ ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন ও তাঁর বোন অনিষাকে ক্যামেরাবন্দী করা হয়েছে একটি জাপানিজ রেস্তরাঁর বাইরে ৷ তবে সেখানে দেখা মেলেনি রণবীর সিংয়ের ৷

কাজের ফাঁকে একটু অক্সিজেন নিতেই যে অভিনেত্রীর এই আউটিং তা প্রকাশ পেয়েছে 'মস্তানি'র পোশাকেই ৷ ঢিলেঢালা ডেনিম জিন্স আর হলুদ রঙের ভি-নেকের টি-শার্ট ৷ সেই সঙ্গে কালো ব্যাগ ও ম্যাচিং করা কালো মাস্ক ৷ উষ্ণতা ছড়িয়ে ছিল ওই রেস্টুরেন্টের বাইরে ৷

তবে এখানে দেখা মেলেনি রণবীর সিংয়ের ৷ সম্ভবত ব্যস্ত ছিলেন নায়ক ৷ নতুবা এই সুখী দম্পতিকে বহুবার একসঙ্গে সময় কাটানোর মুহূর্তে ক্যামেরাবন্দী করার ঘটনা কম নয় ৷

তবে বলিউড নায়িকা যে এখন একটু অন্যরকম সময় উপভোগ করছেন সেকথা বলাই যায় ৷

মুম্বই, 13 মার্চ : সপ্তাহের শেষলগ্নে মুম্বই শহরের গ্ল্যামার বরাবরই একটু বেড়ে যায় ৷ আর তার কেন্দ্রে থাকেন বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা ৷ ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন ও তাঁর বোন অনিষাকে ক্যামেরাবন্দী করা হয়েছে একটি জাপানিজ রেস্তরাঁর বাইরে ৷ তবে সেখানে দেখা মেলেনি রণবীর সিংয়ের ৷

কাজের ফাঁকে একটু অক্সিজেন নিতেই যে অভিনেত্রীর এই আউটিং তা প্রকাশ পেয়েছে 'মস্তানি'র পোশাকেই ৷ ঢিলেঢালা ডেনিম জিন্স আর হলুদ রঙের ভি-নেকের টি-শার্ট ৷ সেই সঙ্গে কালো ব্যাগ ও ম্যাচিং করা কালো মাস্ক ৷ উষ্ণতা ছড়িয়ে ছিল ওই রেস্টুরেন্টের বাইরে ৷

তবে এখানে দেখা মেলেনি রণবীর সিংয়ের ৷ সম্ভবত ব্যস্ত ছিলেন নায়ক ৷ নতুবা এই সুখী দম্পতিকে বহুবার একসঙ্গে সময় কাটানোর মুহূর্তে ক্যামেরাবন্দী করার ঘটনা কম নয় ৷

তবে বলিউড নায়িকা যে এখন একটু অন্যরকম সময় উপভোগ করছেন সেকথা বলাই যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.