ETV Bharat / sitara

কোরোনা আতঙ্কের জেরে প্যারিস ফ্যাশন উইক বাতিল দীপিকার - কোরোনা আতঙ্ক

প্যারিস ফ্যাশন উইকে যোগ দেওয়ার কথা ছিল দীপিকার । তার জন্য ফ্রান্সে যেতে হত তাঁকে । তার মধ্যেই ফ্রান্সে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর সামনে আসে । তার জন্য এই যাত্রা বাতিল করেন অভিনেত্রী ।

মনব
মনব
author img

By

Published : Mar 2, 2020, 7:04 PM IST

মুম্বই : কোরোনা ভাইরাসের আতঙ্কের জেরে প্য়ারিস ফ্যাশন উইক বাতিল করলেন দীপিকা পাডুকোন । একটি নামী ফ্যাশন হাউজ়ের তরফে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দীপিকাকে আমন্ত্রণ জানানো হয়েছিল । 3 মার্চ পর্যন্ত চলত এই অনুষ্ঠান । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরেই সেই অনুষ্ঠানে যোগ দেবেন না সাফ জানিয়ে দেন অভিনেত্রী ।

বিশ্বজুড়ে COVID-19-এর দাপটে মৃতের সংখ্যা ইতিমধ্যেই তিন হাজার ছাড়িয়েছে ৷ এর মধ্যে শুধুমাত্র চিনেই মৃত্যু হয়েছে 2,912 জনের ৷ দক্ষিণ কোরিয়ায় নতুন করে প্রায় 500 জন মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও ।

দীপিকার প্য়ারিস ফ্যাশন উইক বাতিল করা প্রসঙ্গে তাঁর মুখপাত্র বলেন, "অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফান্সে যাওয়ার কথা ছিল দীপিকার । তার মধ্যেই ফ্রান্সে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর সামনে আসে । তখনই যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেন দীপিকা ।"

পরবর্তী ছবি '83'-তে দেখা যাবে দীপিকাকে । সেখানে রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর । আর স্ক্রিনে কপিল স্ত্রী রোমি দেবের চরিত্রে দেখা গেছে দীপিকাকে । 1983 সালে ভারতের বিশ্বকাপ জয়ের কাহিনি ফুটিয়ে তোলা হবে ছবিতে ।

এছাড়া 'দা ইন্টার্ন' ছবিও রয়েছে দীপিকার ঝুলিতে । সেখানে ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । 2021 সালে মুক্তি পাবে ছবিটি । এটি আসলে হলিউড কমেডি ছবি 'দা ইন্টার্ন'-এর হিন্দি রিমেক । ওই ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন রবার ডি নিরো ও অ্যানি হ্যাথওয়ে ।

মুম্বই : কোরোনা ভাইরাসের আতঙ্কের জেরে প্য়ারিস ফ্যাশন উইক বাতিল করলেন দীপিকা পাডুকোন । একটি নামী ফ্যাশন হাউজ়ের তরফে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দীপিকাকে আমন্ত্রণ জানানো হয়েছিল । 3 মার্চ পর্যন্ত চলত এই অনুষ্ঠান । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরেই সেই অনুষ্ঠানে যোগ দেবেন না সাফ জানিয়ে দেন অভিনেত্রী ।

বিশ্বজুড়ে COVID-19-এর দাপটে মৃতের সংখ্যা ইতিমধ্যেই তিন হাজার ছাড়িয়েছে ৷ এর মধ্যে শুধুমাত্র চিনেই মৃত্যু হয়েছে 2,912 জনের ৷ দক্ষিণ কোরিয়ায় নতুন করে প্রায় 500 জন মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও ।

দীপিকার প্য়ারিস ফ্যাশন উইক বাতিল করা প্রসঙ্গে তাঁর মুখপাত্র বলেন, "অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফান্সে যাওয়ার কথা ছিল দীপিকার । তার মধ্যেই ফ্রান্সে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর সামনে আসে । তখনই যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেন দীপিকা ।"

পরবর্তী ছবি '83'-তে দেখা যাবে দীপিকাকে । সেখানে রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর । আর স্ক্রিনে কপিল স্ত্রী রোমি দেবের চরিত্রে দেখা গেছে দীপিকাকে । 1983 সালে ভারতের বিশ্বকাপ জয়ের কাহিনি ফুটিয়ে তোলা হবে ছবিতে ।

এছাড়া 'দা ইন্টার্ন' ছবিও রয়েছে দীপিকার ঝুলিতে । সেখানে ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । 2021 সালে মুক্তি পাবে ছবিটি । এটি আসলে হলিউড কমেডি ছবি 'দা ইন্টার্ন'-এর হিন্দি রিমেক । ওই ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন রবার ডি নিরো ও অ্যানি হ্যাথওয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.