ETV Bharat / sitara

সিনেমা হল খুলতেই মারাঠা মন্দিরে শুরু DDLJ-র শো - দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে

ফের বড় পরদায় 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' । মুম্বইতে সিনেমা হল খুলতেই মারাঠা মন্দিরে দেখানো শুরু হল শাহরুখ-কাজলের 'DDLJ' ।

Shah Rukh Khan and Kajol in DDLJ
Shah Rukh Khan and Kajol in DDLJ
author img

By

Published : Nov 6, 2020, 1:24 PM IST

মুম্বই : কয়েকদিন আগেই DDLJ পূর্ণ করেছে 25 টা বছর । কিন্তু, এতকাল ধরে এই ছবির ক্রেজ়, উন্মাদনা একটুও কমেনি । রাজ-সিমরনের প্রেম যে আজও কত জনপ্রিয় সেটা আর বলার অপেক্ষা রাখে না । তাদের প্রেম দেখতে টাকা খরচ করে টিকিট কেটে সিনেমা হলে আসেন দর্শক ।

তাই মুম্বইতে সিনেমা হল খুলতেই মারাঠা মন্দিরে দেখানো শুরু হল শাহরুখ-কাজলের 'DDLJ' । টানা আট মাস বন্ধ থাকার পর অবশেষে খুলেছে সিনেমা হল । যদিও হলে দর্শক টানার ব্যাপারে সন্দেহ রয়েছে, তবুও মারাঠা মন্দিরে DDLJ-র স্ক্রিনিং শুরু করে দিল হল-মালিক ।

Shah Rukh Khan and Kajol in DDLJ
সিমরন

1995 সালে 4 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল DDLJ । সেই সময় অনুযায়ী টাকার অঙ্কটা অনেকটাই । তবে সবটা পুষিয়ে দেয় ছবির বক্স অফিস সাফল্য । পৃথিবীব্যাপী 102.5 কোটি টাকা উপার্জন করে এই রোম্যান্টিক ড্রামা । এখন এই টাকার পরিমাণ কত সেটা আন্দাজ করতে পারছেন ?

Shah Rukh Khan and Kajol in DDLJ
রাজ

ভারতীয় সিনেমার ইতিহাসে DDLJ সর্বাধিক দিন ধরে সিনেমা হলে চলা ছবি । 1274 সপ্তাহ ধরে মারাঠা মন্দিরে রমরমিয়ে চলেছে এই ছবি । বাধ সাধল কোরোনা ভাইরাস । তবে আর কোনও পরোয়া নেই । আবার বড় পরদায় রাজ-সিমরনের প্রেমের গল্প দেখতে পাবেন দর্শক ।

মুম্বই : কয়েকদিন আগেই DDLJ পূর্ণ করেছে 25 টা বছর । কিন্তু, এতকাল ধরে এই ছবির ক্রেজ়, উন্মাদনা একটুও কমেনি । রাজ-সিমরনের প্রেম যে আজও কত জনপ্রিয় সেটা আর বলার অপেক্ষা রাখে না । তাদের প্রেম দেখতে টাকা খরচ করে টিকিট কেটে সিনেমা হলে আসেন দর্শক ।

তাই মুম্বইতে সিনেমা হল খুলতেই মারাঠা মন্দিরে দেখানো শুরু হল শাহরুখ-কাজলের 'DDLJ' । টানা আট মাস বন্ধ থাকার পর অবশেষে খুলেছে সিনেমা হল । যদিও হলে দর্শক টানার ব্যাপারে সন্দেহ রয়েছে, তবুও মারাঠা মন্দিরে DDLJ-র স্ক্রিনিং শুরু করে দিল হল-মালিক ।

Shah Rukh Khan and Kajol in DDLJ
সিমরন

1995 সালে 4 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল DDLJ । সেই সময় অনুযায়ী টাকার অঙ্কটা অনেকটাই । তবে সবটা পুষিয়ে দেয় ছবির বক্স অফিস সাফল্য । পৃথিবীব্যাপী 102.5 কোটি টাকা উপার্জন করে এই রোম্যান্টিক ড্রামা । এখন এই টাকার পরিমাণ কত সেটা আন্দাজ করতে পারছেন ?

Shah Rukh Khan and Kajol in DDLJ
রাজ

ভারতীয় সিনেমার ইতিহাসে DDLJ সর্বাধিক দিন ধরে সিনেমা হলে চলা ছবি । 1274 সপ্তাহ ধরে মারাঠা মন্দিরে রমরমিয়ে চলেছে এই ছবি । বাধ সাধল কোরোনা ভাইরাস । তবে আর কোনও পরোয়া নেই । আবার বড় পরদায় রাজ-সিমরনের প্রেমের গল্প দেখতে পাবেন দর্শক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.