মুম্বই : শেষবার 'জ়িরো' সিনেমায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে । তাও 2018 সালের ডিসেম্বরে । তারপর আর বড় পরদায় দেখা যায়নি বলিউড বাদশাকে । তবে শোনা যাচ্ছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবিতে কাজ করবেন তিনি । কিন্তু, দেশে কোরোনা সংক্রমণ বাড়তে থাকায় আপাতত স্থগিত হয়ে গিয়েছে প্রোজেক্টটি ।
প্রোজেক্টের নাম দেওয়া হয় 'YRF প্রোজেক্ট 50'। যশ রাজ ফিল্মসের 50 বছরের উপলক্ষ্যেই তৈরি করা হয় সিনেমাটি । এপ্রিলেই প্রোজেক্টের কথা ঘোষণা করা হত বলে জানা গিয়েছে । কিন্তু, কোরোনা সংক্রমণ বাড়তে থাকায় আপাতত সেটি স্থগিত হয়ে গিয়েছে । সবথেকে বড় বিষয় হল যশ রাজ ফিল্মসের তরফে এই মাসে প্রোজেক্টের কথা ঘোষণা করা হবে কি না তা এখন অনিশ্চিত ।
সূত্রের খবর, ছবিতে থাকত ভরপুর অ্যাকশন । বিশ্বের বিভিন্ন জায়গায় ছবির শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সিদ্ধার্থ আনন্দ । কিন্তু, গোটা বিশ্বে কোরোনা সংক্রমণ বাড়তে থাকায় আপাতত অন্য দেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে । পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।
যদিও একটি নিউজ় পোর্টালের তরফে বলা হয়েছে, স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন সিদ্ধার্থ । ভিডিয়ো কলের মাধ্যমে আদিত্য চোপড়া ও শাহরুখের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখছেন তিনি । ছবির অ্যাকশন, শুটিং লোকেশন, বাজেট ও শুটিং কতদিন ধরে চলবে এসব নিয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হচ্ছে ।
আরও জানা গিয়েছে, এ বছর মোট দুটি ছবিতে কাজ করতে চলেছেন শাহরুখ । একটি সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন ছবি । অন্যটি রাজকুমার হিরানির ছবি । তবে পুরোটাই নির্ভর করছে দেশের বর্তমান পরিস্থিতির উপর । কোরোনা সংক্রমণ কমে যাওয়ার পরই ছবি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল 'জ়িরো'। তারপর থেকেই আর কোনও নতুন প্রোজেক্টে হাত দেননি শাহরুখ । তবে কানাঘুষো শোনা যাচ্ছে, এই দু'বছরে মোট 30টি স্ক্রিপ্ট পড়েছেন তিনি । কিন্তু, একটিও তাঁর পছন্দ হয়নি । ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলেন । সব কিছু ঠিক থাকলে এই মুহূর্তে সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি ও রাজ-ডিকে সহ মোট তিনজন পরিচালকের স্ক্রিপ্ট রয়েছে শাহরুখের হাতে ।
আর সবথেকে বড় বিষয় হল বড় পরদায় তাঁর কামব্যাকের দিকে তাকিয়ে রয়েছেন ফ্যানরা । নতুন সিনেমা ঘোষণা করার জন্যও তাঁকে বহুবার অনুরোধ করেছেন তাঁরা । তবে কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শাহরুখ তাঁর আপকামিং ছবির কথা ঘোষণা করেন কি না এখন সেটাই দেখার ।