মুম্বই : সুজিত সরকারের 'গুলাবো সিতাবো' মুক্তি পেতে চলেছে 12 জুন । এই খবর এখন অনেকেই জেনে গেছেন । আর সম্প্রতি জানা গেল যে, আরও ছ'টি ছবি রয়েছে সেই তালিকায় । তার মধ্যে অন্যতম বিদ্যা বালান অভিনীত 'শকুন্তলা দেবী : দ্য হিউম্যান কম্পিউটার' ।
এই দুই বলিউড ফিল্ম ছাড়াও রয়েছে আরও পাঁচ ভিন্ন ভাষার ফিল্ম । সেগুলি হল, তামিল লিগাল ড্রামা 'পনমঙ্গল ভান্ধাল', কীর্তি সুরেশের 'পেঙ্গুইন' (তামিল ও তেলুগু ভাষায়), অদিতি রাও হায়দারির 'সুফিয়াম সুজাতায়ুম' (মালায়ালম), রাগিনী চন্দ্রন ও সিরি প্রহ্লাদের 'ল' (কন্নড়) ও দানিশ সইতের 'ফ্রেঞ্চ বিরিয়ানি' (কন্নড়) ।
আগামী তিন মাসের মধ্যেই এই ছবিগুলো মুক্তি পাবে অ্যামাজ়ন প্রাইমে । প্রায় 200 টি দেশ জুড়ে প্রিমিয়র হবে ছবিগুলির ।
'পনমঙ্গল ভান্ধাল' মুক্তি পাবে 29 মে । 'পেঙ্গুইন'-এর মুক্তি 19 জুন । 'ল' আর 'ফ্রেঞ্চ বিরিয়ানি' মুক্তি পাবে যথাক্রমে 26 জুন ও 24 জুলাই । তবে 'শকুন্তলা দেবী..' ও 'সুফিয়াম সুজাতায়ুম'-এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি ।
প্রাইমের ডিরেক্টর ও ভারতীয় জেনারেল ম্যানেজার গৌরব গান্ধি জানিয়েছেন, "আমরা আমাদের গ্রাহকদের জন্য এই সিনেমাগুলোর প্রিমিয়ার করতে পেরে খুবই খুশি । ভারতীয় দর্শক অনেকদিন ধরে এই সিনেমাগুলোর জন্য অপেক্ষা করে রয়েছেন ।"
একই সুর বিজয় সুব্রমনিয়ামের গলাতেও । তিনি অ্যামাজ়ন প্রাইম ভিডিয়ো ইন্ডিয়ার কনটেন্ট ডিরেক্টর ও হেড । ভারতীয় সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন এনে টিম অ্যামাজ়ন প্রাইম গর্বিত ও আনন্দিত ।