ETV Bharat / sitara

6 দিনের NCB হেপাজতে ধর্মা প্রোডাকশনের প্রাক্তন ম্যানেজার - মাদক মামলা

ক্ষিতিজ রবিপ্রসাদকে 3 অক্টোবর পর্যন্ত NCB হেপাজতে পাঠাল মুম্বইয়ের একটি আদালত । এক ব্যবসায়ীর কাছ থেকে মাদকদ্রব্য নেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে ।

NCB
NCB
author img

By

Published : Sep 28, 2020, 1:23 PM IST

মুম্বই, 28 সেপ্টেম্বর : ধর্মা প্রোডাকশনের প্রাক্তন ম্যানেজার ক্ষিতিজ রবিপ্রসাদকে 3 অক্টোবর পর্যন্ত NCB হেপাজতে পাঠাল মুম্বইয়ের একটি আদালত ।

এক ব্যবসায়ীর কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছে রবিপ্রসাদের বিরুদ্ধে । অভিযোগ, মাদক মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন মাদক সরবরাহকারীর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তিনি ।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই সব অভিযোগ অস্বীকার করেছেন ক্ষিতিজ রবিপ্রসাদ । এই মামলায় তাঁকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন তিনি । টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে NCB । তাঁর ছ'দিনের NCB হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

NCB-র আধিকারিক মুরারি লাল জানিয়েছেন, এর আগে ধৃত মাদক সরবরাহকারী সংকেত প্যাটেল রবিপ্রসাদকে গাঁজা সরবরাহ করে । করমজিৎ সিং আনন্দ নামে আরও এক ধৃত, যে বর্তমানে জামিনে মুক্ত, 2020-র মে থেকে জুলাইয়ের মধ্যে 12 বার আন্ধেরি পশ্চিমের আদানি বিল্ডিংয়ের বাড়ির বাইরে রবিপ্রসাদের হাতে গাঁজা পৌঁছে দেয় ।

NCB জানিয়েছে, অভিযুক্ত ক্ষিতিজ রবিপ্রসাদ পরোক্ষভাবে অনুজ কেশওয়ানির সঙ্গে যোগাযোগ করেছিলেন যার কাছ থেকে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছিল । রবিপ্রসাদ গ্রেপ্তার হওয়ায় মোট 20 জনকে গ্রেপ্তার করেছে NCB ।

মুম্বই, 28 সেপ্টেম্বর : ধর্মা প্রোডাকশনের প্রাক্তন ম্যানেজার ক্ষিতিজ রবিপ্রসাদকে 3 অক্টোবর পর্যন্ত NCB হেপাজতে পাঠাল মুম্বইয়ের একটি আদালত ।

এক ব্যবসায়ীর কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছে রবিপ্রসাদের বিরুদ্ধে । অভিযোগ, মাদক মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন মাদক সরবরাহকারীর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তিনি ।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই সব অভিযোগ অস্বীকার করেছেন ক্ষিতিজ রবিপ্রসাদ । এই মামলায় তাঁকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন তিনি । টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে NCB । তাঁর ছ'দিনের NCB হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

NCB-র আধিকারিক মুরারি লাল জানিয়েছেন, এর আগে ধৃত মাদক সরবরাহকারী সংকেত প্যাটেল রবিপ্রসাদকে গাঁজা সরবরাহ করে । করমজিৎ সিং আনন্দ নামে আরও এক ধৃত, যে বর্তমানে জামিনে মুক্ত, 2020-র মে থেকে জুলাইয়ের মধ্যে 12 বার আন্ধেরি পশ্চিমের আদানি বিল্ডিংয়ের বাড়ির বাইরে রবিপ্রসাদের হাতে গাঁজা পৌঁছে দেয় ।

NCB জানিয়েছে, অভিযুক্ত ক্ষিতিজ রবিপ্রসাদ পরোক্ষভাবে অনুজ কেশওয়ানির সঙ্গে যোগাযোগ করেছিলেন যার কাছ থেকে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছিল । রবিপ্রসাদ গ্রেপ্তার হওয়ায় মোট 20 জনকে গ্রেপ্তার করেছে NCB ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.