ETV Bharat / sitara

কঙ্গনার কেস কতদূর ? তাগাদা আদালতের - hateful posts

সোশাল মিডিয়ায় হিংসাত্মক পোস্ট ছড়ানোর অভিযোগে মামলা চলছে কঙ্গনা রানাওয়াত ও তাঁর দিদি রঙ্গোলির চান্দেলের বিরুদ্ধে । কেস কতদূর ? তাগাদা দিল মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট কোর্ট ।

Kangana Ranaut hateful social media messages
Kangana Ranaut hateful social media messages
author img

By

Published : Feb 6, 2021, 5:53 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই ঝড় তোলেন কঙ্গনা রানাওয়াত ও রঙ্গোলি চান্দেল । ধর্মীয় ভেদাভেদ ও সামাজিক বৈষম্যকে হাতিয়ার করে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোয় জুড়ি মেলা ভার এই দুই বোনের । তাঁদের মতের বিরুদ্ধে গেলেই মাথা কেটে দেওয়া, গুলি করে দেওয়ার মতো নিদান দিয়ে থাকেন কঙ্গনা ও রঙ্গোলি । এই নিয়ে তাঁদের বিরুদ্ধে কোর্টে মামলাও চলছে ।

মুম্বই পুলিশের কাছে সেই মামলার রিপোর্ট চেয়ে পাঠাল ম্য়াজেস্ট্রেট আদালত । 2020 সালের 5 ডিসেম্বর এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল আদালত । কিন্তু, সেই ডেডলাইনের মধ্যে রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয় আম্বোলি পুলিশ স্টেশন ।

এরপর 5 জানুয়ারির মধ্যে ফের রিপোর্ট জমা দেওয়ার জন্য তাগাদা দেয় ম্যাজিস্ট্রেট কোর্ট । সেই তারিখও মিস করে আম্বোলি পুলিশ স্টেশন । ফলে ডেডলাইন পিছিয়ে 5 ফেব্রুয়ারি করা হয় । তবে এখনও অবধি রিপোর্টটি জমা করেনি পুলিশ ।

  • My credentials .... ha ha I truly believe I am an average human being but among so many fools here on social media I am the best person to lead ... so bow down to your Queen 👑 https://t.co/l2Xqf1QBe7

    — Kangana Ranaut (@KanganaTeam) February 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কঙ্গনার বিরুদ্ধে প্রত্যেকদিনই কোনও না কোনও মামলা হচ্ছে । যদিও তিনি এটাকে 'সমাজবিরোধী'-দের চক্রান্ত বলে মনে করছেন । কঙ্গনার মতে, 'সত্যি' কথা বলার অপরাধে প্রতিদিন হেনস্থা করা হচ্ছে তাঁকে ।

সম্প্রতি কঙ্গনার কয়েকটি টুইট বাতিল করতে বাধ্য হয়েছে টুইটার কর্তৃপক্ষ ।

মুম্বই : সোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই ঝড় তোলেন কঙ্গনা রানাওয়াত ও রঙ্গোলি চান্দেল । ধর্মীয় ভেদাভেদ ও সামাজিক বৈষম্যকে হাতিয়ার করে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোয় জুড়ি মেলা ভার এই দুই বোনের । তাঁদের মতের বিরুদ্ধে গেলেই মাথা কেটে দেওয়া, গুলি করে দেওয়ার মতো নিদান দিয়ে থাকেন কঙ্গনা ও রঙ্গোলি । এই নিয়ে তাঁদের বিরুদ্ধে কোর্টে মামলাও চলছে ।

মুম্বই পুলিশের কাছে সেই মামলার রিপোর্ট চেয়ে পাঠাল ম্য়াজেস্ট্রেট আদালত । 2020 সালের 5 ডিসেম্বর এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল আদালত । কিন্তু, সেই ডেডলাইনের মধ্যে রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয় আম্বোলি পুলিশ স্টেশন ।

এরপর 5 জানুয়ারির মধ্যে ফের রিপোর্ট জমা দেওয়ার জন্য তাগাদা দেয় ম্যাজিস্ট্রেট কোর্ট । সেই তারিখও মিস করে আম্বোলি পুলিশ স্টেশন । ফলে ডেডলাইন পিছিয়ে 5 ফেব্রুয়ারি করা হয় । তবে এখনও অবধি রিপোর্টটি জমা করেনি পুলিশ ।

  • My credentials .... ha ha I truly believe I am an average human being but among so many fools here on social media I am the best person to lead ... so bow down to your Queen 👑 https://t.co/l2Xqf1QBe7

    — Kangana Ranaut (@KanganaTeam) February 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কঙ্গনার বিরুদ্ধে প্রত্যেকদিনই কোনও না কোনও মামলা হচ্ছে । যদিও তিনি এটাকে 'সমাজবিরোধী'-দের চক্রান্ত বলে মনে করছেন । কঙ্গনার মতে, 'সত্যি' কথা বলার অপরাধে প্রতিদিন হেনস্থা করা হচ্ছে তাঁকে ।

সম্প্রতি কঙ্গনার কয়েকটি টুইট বাতিল করতে বাধ্য হয়েছে টুইটার কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.