ETV Bharat / sitara

এবার BMC-কে 3 কোটি টাকা অনুদান অক্ষয়ের - akshay kumar donates rs 3 crore

বৃহনমুম্বই মিউনিসিপাল কর্পোরেশনকে 3 কোটি টাকা অনুদান দিলেন অক্ষয় কুমার । স্বাস্থ্যকর্মী ও কর্পোরেশনের কর্মীদের জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বানাতে এই অর্থ দিয়েছেন তিনি ।

f
fg
author img

By

Published : Apr 10, 2020, 11:47 AM IST

মুম্বই : আগেই সাহায্যের হাত বাড়িয়েছেন । কোরোনা মোকাবিলায় গঠিত পি এম কেয়ার্স ফান্ডে 25 কোটি টাকা অনুদান দিয়েছিলেন । এবার বৃহনমুম্বই মিউনিসিপাল কর্পোরেশনকে 3 কোটি টাকা অনুদান দিলেন তিনি । স্বাস্থ্যকর্মী ও কর্পোরেশনের কর্মীদের জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বানাতে এই অর্থ দিয়েছেন তিনি ।

ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ টুইট করে একথা জানান । আপডেট হ্যাশট্যাগ দিয়ে লেখেন, পিএম কেয়ার্সে 25 কোটি টাকা দেওয়ার পর এবার PPE ও ব়্যাপিড টেস্টিং কিট বানানোর জন্য BMC-কে 3 কোটি টাকা দিলেন অক্ষয় কুমার ।

এর আগেই স্থানীয় প্রশাসনকে সাহায্য করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন এই অভিনেতা ।

এদিকে গতকালই টুইটারে একটি ছবি শেয়ার করেন অক্ষয় কুমার । সেখানে তাঁর হাতে একটি প্ল্যাকার্ড দেখা গেছে । যেটাতে লেখা "দিল সে থ্যাঙ্ক ইউ" । যাঁরা এই সংকটের সময় জরুরি পরিষেবা দিয়ে চলেছেন এর মাধ্যমে তাঁদের ধন্যবাদ জানান তিনি ।

একটি ভিডিয়োও পোস্ট করেন তিনি । যেখানে লেখেন, "আমাদের ও আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে দিনরাত কাজ করে চলেছেন কিছু মানুষ । আসুন তাঁদের হৃদয় থেকে ধন্যবাদ জানাই । কারণ কমপক্ষে এটা তো আমরা করতেই পারি ।"

অনুদান দেওয়া ছাড়াও কোরোনা সচেতনতায় একাধিক উদ্যোগ নিয়েছেন তিনি । ইতিমধ্যেই একাধিক তারকার সাহায্যে "মুসকুরায়েগা ইন্ডিয়া" বলে একটি মিউজ়িক ভিডিয়ো তৈরি করেছেন ।

মুম্বই : আগেই সাহায্যের হাত বাড়িয়েছেন । কোরোনা মোকাবিলায় গঠিত পি এম কেয়ার্স ফান্ডে 25 কোটি টাকা অনুদান দিয়েছিলেন । এবার বৃহনমুম্বই মিউনিসিপাল কর্পোরেশনকে 3 কোটি টাকা অনুদান দিলেন তিনি । স্বাস্থ্যকর্মী ও কর্পোরেশনের কর্মীদের জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বানাতে এই অর্থ দিয়েছেন তিনি ।

ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ টুইট করে একথা জানান । আপডেট হ্যাশট্যাগ দিয়ে লেখেন, পিএম কেয়ার্সে 25 কোটি টাকা দেওয়ার পর এবার PPE ও ব়্যাপিড টেস্টিং কিট বানানোর জন্য BMC-কে 3 কোটি টাকা দিলেন অক্ষয় কুমার ।

এর আগেই স্থানীয় প্রশাসনকে সাহায্য করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন এই অভিনেতা ।

এদিকে গতকালই টুইটারে একটি ছবি শেয়ার করেন অক্ষয় কুমার । সেখানে তাঁর হাতে একটি প্ল্যাকার্ড দেখা গেছে । যেটাতে লেখা "দিল সে থ্যাঙ্ক ইউ" । যাঁরা এই সংকটের সময় জরুরি পরিষেবা দিয়ে চলেছেন এর মাধ্যমে তাঁদের ধন্যবাদ জানান তিনি ।

একটি ভিডিয়োও পোস্ট করেন তিনি । যেখানে লেখেন, "আমাদের ও আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে দিনরাত কাজ করে চলেছেন কিছু মানুষ । আসুন তাঁদের হৃদয় থেকে ধন্যবাদ জানাই । কারণ কমপক্ষে এটা তো আমরা করতেই পারি ।"

অনুদান দেওয়া ছাড়াও কোরোনা সচেতনতায় একাধিক উদ্যোগ নিয়েছেন তিনি । ইতিমধ্যেই একাধিক তারকার সাহায্যে "মুসকুরায়েগা ইন্ডিয়া" বলে একটি মিউজ়িক ভিডিয়ো তৈরি করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.