ETV Bharat / sitara

FIR Against Vivek Agnihotri : 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের - Complaint against Kashmir Files director Vivek Agnihotri

পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল মুম্বই পুলিশের কাছে ৷ ভূপালিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সমস্যায় পড়তে হল তাঁকে (Complaint against Kashmir Files director Vivek Agnihotri )৷

FIR Against Vivek Agnihotri
'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে দায়ের এফআইআর
author img

By

Published : Mar 26, 2022, 6:03 PM IST

মুম্বই, 26 মার্চ : একদিকে যেমন মুক্তির পর থেকে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির জনপ্রিয়তা এখনও তুঙ্গে ৷ তেমনই আবার এই ছবি নিয়ে বিতর্কও কম হয়নি ৷ তবে এবার নিজের বক্তব্যের জন্য সমস্য়ায় পড়লেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ মুম্বই পুলিশের কাছে এফআইআর দায়ের করা হল পরিচালকের বিরুদ্ধে (Complaint against Kashmir Files director Vivek Agnihotri ) ৷

এফআইআরটি দায়ের করেছেন 27 বছর বয়সি রোহিত পান্ডে নামক একজন সাংবাদিক তথা পিআর ম্যানেজার ৷ কয়েকদিন আগেই একটি ইন্টারভিউতে ভূপালিদের সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য় করে বসেন বিবেক ৷ তিনি বলেন, "আমি ভূপাল থেকে এসেছি, কিন্তু আমি নিজেকে ভূপালি হিসাবে পরিচয় দিই না ৷ এর পিছনে একটি গভীর মর্মার্থ রয়েছে ৷ কেউ যদি নিজেকে ভূপালি বলে পরিচয় দেয়, তাহলে সাধারণ ভাবে ধরে নেওয়া হয় সে সমকামী..সে এমন যার নবাবী শখ আছে ৷"

আরও পড়ুন : আড্ডায় 'সুপার সিঙ্গার সিজন থ্রি'র ফার্স্ট রানার আপ মানসী ঘোষ

তাঁর এই মন্তব্যের কারণেই বিবেকের বিরুদ্ধে ভারসোভা থানায় এফআইআর দায়ের করা হয়েছে ৷ রোহিত নিজেও ভূপালের বাসিন্দা ৷ প্রসঙ্গত 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি সামনে আসার পর থেকেই শিরোনামে রয়েছেন বিবেক ৷

মুম্বই, 26 মার্চ : একদিকে যেমন মুক্তির পর থেকে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির জনপ্রিয়তা এখনও তুঙ্গে ৷ তেমনই আবার এই ছবি নিয়ে বিতর্কও কম হয়নি ৷ তবে এবার নিজের বক্তব্যের জন্য সমস্য়ায় পড়লেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ মুম্বই পুলিশের কাছে এফআইআর দায়ের করা হল পরিচালকের বিরুদ্ধে (Complaint against Kashmir Files director Vivek Agnihotri ) ৷

এফআইআরটি দায়ের করেছেন 27 বছর বয়সি রোহিত পান্ডে নামক একজন সাংবাদিক তথা পিআর ম্যানেজার ৷ কয়েকদিন আগেই একটি ইন্টারভিউতে ভূপালিদের সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য় করে বসেন বিবেক ৷ তিনি বলেন, "আমি ভূপাল থেকে এসেছি, কিন্তু আমি নিজেকে ভূপালি হিসাবে পরিচয় দিই না ৷ এর পিছনে একটি গভীর মর্মার্থ রয়েছে ৷ কেউ যদি নিজেকে ভূপালি বলে পরিচয় দেয়, তাহলে সাধারণ ভাবে ধরে নেওয়া হয় সে সমকামী..সে এমন যার নবাবী শখ আছে ৷"

আরও পড়ুন : আড্ডায় 'সুপার সিঙ্গার সিজন থ্রি'র ফার্স্ট রানার আপ মানসী ঘোষ

তাঁর এই মন্তব্যের কারণেই বিবেকের বিরুদ্ধে ভারসোভা থানায় এফআইআর দায়ের করা হয়েছে ৷ রোহিত নিজেও ভূপালের বাসিন্দা ৷ প্রসঙ্গত 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি সামনে আসার পর থেকেই শিরোনামে রয়েছেন বিবেক ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.