ETV Bharat / sitara

রাজেশ নয়, 'ছপাক'-এ হামলাকারীর নাম বশীর - acid attacker basheer

'ছপাক'-এ হামলাকারীর নাম পরিবর্তনের মাধ্যমে তার ধর্মীয় পরিবর্তন করা নিয়ে শুরু হয় ট্রোলিং । উঠতে থাকে একাধিক প্রশ্ন । তারপর গতকাল ছবির স্ক্রিনিংয়ের পর জানা যায় রাজেশ আসলে মালতির বয়ফ্রেন্ডের নাম । আর হামলাকারীর নাম বশীর । ছবিতে তার নাম পরিবর্তন করা হয়েছে । ধর্মের কোনও পরিবর্তন হয়নি ।

df
gf
author img

By

Published : Jan 9, 2020, 10:37 AM IST

মুম্বই : 'ছপাক'-কে মালতির মুখে যে অ্যাসিড ছুড়েছিল তার নাম বশীর । রাজেশ নয় । মালতির বয়ফ্রেন্ডের নাম রাজেশ । ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের পর সামনে এসেছে বিষয়টি ।

এই ছবি সত্যি ঘটনাকে কেন্দ্র করে । লক্ষ্মী আগরওয়াল নামে এক যুবতির উপর অ্যাসিড ছুড়েছিল নাদীম খান নামে এক ব্যক্তি । ছবিতে তুলে ধরা হয়েছে লক্ষ্মীর লড়াইয়ের কাহিনি । অ্যাসিড হামলার পর কীভাবে সে স্বাভাবিক জীবনে ফিরত তাই ফুটে উঠেছে ছবিতে । লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন । ছবিতে তাঁর নাম মালতি । ছবিতে সব চরিত্রের নাম পরিবর্তন করা হয়েছে । আর সেই নাম পরিবর্তন নিয়েই বাধে বিপত্তি ।

কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় একটি ট্রেন্ড শুরু হয়েছিল । যেখানে বলা হয় 'ছপাক'-এ অভিযুক্তের নাম পরিবর্তনের মাধ্যমে তার ধর্মের পরিবর্তন করা হয়েছে । বলা হয় যে নাদীমের নাম পরিবর্তন করে ছবিতে রাখা হয়েছে রাজেশ । পরিচালক কেন অভিযুক্তের ধর্মীয় পরিচয় পরিবর্তন করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজ়েনরা । অনেকেই এর সমালোচনাও করেন ।

কিন্তু, গতকাল ছবির স্ক্রিনিংয়ের সময় সব ধোঁয়াশা কেটে যায় । জানা যায় অভিযুক্তের ধর্মীয় পরিবর্তন করা হয়নি । ছবিতে তার নাম বশীর । সে আবার বাব্বো নামেও পরিচিত । আর রাজেশ মালতির বয়ফ্রেন্ডের নাম । দুটো নামের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয় । যা গতকাল সমাধান হয়েছে । এছাড়া লক্ষ্মীর আইনজীবী অপর্ণার নাম পরিবর্তন করে ছবিতে দেওয়া হয়েছে অর্চনা ।

কিন্তু, সোশাল মিডিয়ায় অভিযুক্তের ধর্মীয় পরিচয় পরিবর্তন নিয়ে ভুল খবর ছড়ানোর পর ছবিটিকে ট্রোল করা হয় । যাই হোক এখন আপাতত আগামীকাল ছবি মুক্তির দিকেই তাকিয়ে রয়েছেন দর্শকরা । তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি দীপিকা সহ ছবি নির্মাতারা ।

মুম্বই : 'ছপাক'-কে মালতির মুখে যে অ্যাসিড ছুড়েছিল তার নাম বশীর । রাজেশ নয় । মালতির বয়ফ্রেন্ডের নাম রাজেশ । ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের পর সামনে এসেছে বিষয়টি ।

এই ছবি সত্যি ঘটনাকে কেন্দ্র করে । লক্ষ্মী আগরওয়াল নামে এক যুবতির উপর অ্যাসিড ছুড়েছিল নাদীম খান নামে এক ব্যক্তি । ছবিতে তুলে ধরা হয়েছে লক্ষ্মীর লড়াইয়ের কাহিনি । অ্যাসিড হামলার পর কীভাবে সে স্বাভাবিক জীবনে ফিরত তাই ফুটে উঠেছে ছবিতে । লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন । ছবিতে তাঁর নাম মালতি । ছবিতে সব চরিত্রের নাম পরিবর্তন করা হয়েছে । আর সেই নাম পরিবর্তন নিয়েই বাধে বিপত্তি ।

কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় একটি ট্রেন্ড শুরু হয়েছিল । যেখানে বলা হয় 'ছপাক'-এ অভিযুক্তের নাম পরিবর্তনের মাধ্যমে তার ধর্মের পরিবর্তন করা হয়েছে । বলা হয় যে নাদীমের নাম পরিবর্তন করে ছবিতে রাখা হয়েছে রাজেশ । পরিচালক কেন অভিযুক্তের ধর্মীয় পরিচয় পরিবর্তন করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজ়েনরা । অনেকেই এর সমালোচনাও করেন ।

কিন্তু, গতকাল ছবির স্ক্রিনিংয়ের সময় সব ধোঁয়াশা কেটে যায় । জানা যায় অভিযুক্তের ধর্মীয় পরিবর্তন করা হয়নি । ছবিতে তার নাম বশীর । সে আবার বাব্বো নামেও পরিচিত । আর রাজেশ মালতির বয়ফ্রেন্ডের নাম । দুটো নামের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয় । যা গতকাল সমাধান হয়েছে । এছাড়া লক্ষ্মীর আইনজীবী অপর্ণার নাম পরিবর্তন করে ছবিতে দেওয়া হয়েছে অর্চনা ।

কিন্তু, সোশাল মিডিয়ায় অভিযুক্তের ধর্মীয় পরিচয় পরিবর্তন নিয়ে ভুল খবর ছড়ানোর পর ছবিটিকে ট্রোল করা হয় । যাই হোক এখন আপাতত আগামীকাল ছবি মুক্তির দিকেই তাকিয়ে রয়েছেন দর্শকরা । তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি দীপিকা সহ ছবি নির্মাতারা ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.