ETV Bharat / sitara

সুশান্ত মৃত্যু মামলা : আজ ফের জিজ্ঞাসাবাদ সিদ্ধার্থ পিঠানিকে - SSR Europe trip

জিজ্ঞাসাবাদের জন্য আজ ফের তলব করা হয় সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে । আজ সকালে মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের যে অতিথিশালায় CBI-এর তদন্তকারী দলটি রয়েছে সেখানে পৌঁছান তিনি ।

hk
kj
author img

By

Published : Aug 26, 2020, 1:26 PM IST

Updated : Aug 26, 2020, 1:43 PM IST

মুম্বই : জিজ্ঞাসাবাদের জন্য আজ ফের তলব করা হয় সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে । এই নিয়ে মোট পাঁচদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে ।

মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের যে অতিথিশালায় CBI-এর তদন্তকারী দলটি রয়েছে আজ সকালে সেখানে পৌঁছান সিদ্ধার্থ । গতকালও ওই অতিথিশালায় সুশান্তের রাঁধুনি নীরজ সিংয়ের মুখোমুখি বসিয়ে দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা । গতবছর থেকে মৃত্যুর দিন পর্যন্ত সুশান্ত যে সব ইভেন্টে যোগ দিয়েছিলেন আজ সিদ্ধার্থের থেকে সেই বিষয়গুলি তদন্তকারীরা জানতে চাইবেন বলে সূত্রের খবর ।

গতবছর অক্টোবরে রিয়া চক্রবর্তীর সঙ্গে ইউরোপ ঘুরতে যান সুশান্ত । কিন্তু, তারপর থেকই তাঁর শরীর খারাপ হতে শুরু করে । CBI সূত্রে জানা গিয়েছে, ইউরোপ থেকে ফেরার পর প্রয়াত অভিনেতার সঙ্গে ঠিক কী হয়েছিল তাও সিদ্ধার্থের থেকে জানতে চাওয়া হতে পারে ।

মৃত্যুর আগে সুশান্তের সঙ্গে কথাও বলতে দেওয়া হয়নি । কয়েকদিন আগে এই অভিযোগ তুলেছিলেন তাঁর বাবা কৃষ্ণ কুমার সিং । এই বিষয়ও খতিয়ে দেখতে চায় CBI-এর বিশেষ তদন্তকারী দলটি । সুশান্তের যখন শরীর খারাপ ছিল তখন কেন সেকথা তাঁর পরিবারকে জানানো হয়নি ? কে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন ? আর পরিবারের সঙ্গেও কেন তাঁকে কথা বলতে দেওয়া হল না, এই সব খতিয়ে দেখছেন তাঁরা । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কুপার হাসপাতালের পাঁচ চিকিৎসককেও, যাঁরা সুশান্তের ময়নাতদন্ত করেছিলেন । আর ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখছে AIIMS-এর চার সদস্যের একটি দল ।

19 অগাস্ট সুশান্ত সিং মৃত্যু মামলার তদন্ত মহারাষ্ট্র পুলিশের থেকে CBI-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সেই মতো তদন্তভার গ্রহণ করে 20 অগাস্টই মুম্বই পৌঁছয় CBI-এর বিশেষ তদন্তকারী দল । এরপরই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে দেন তাঁরা ।

গত কয়েকদিন ধরেই সিদ্ধার্থ পিঠানি ও নীরজ সিংকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । সূত্রের খবর, সুশান্তের ঝুলন্ত দেহ প্রথম দেখেছিলেন সিদ্ধার্থ । নীরজ ও সিদ্ধার্থই এই মামলার মূল দুই প্রত্যক্ষদর্শী । কিন্তু, তাঁদের বয়ানে একাধিক অসংগতি রয়েছে বলে CBI সূত্রে জানা গিয়েছে । আর সেই কারণেই তাঁদের কয়েকদিন ধরেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । রবিবার সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকেও জিজ্ঞাসাবাদ করেছিলেন তাঁরা ।

জিজ্ঞাসাবাদের পাশাপাশি বান্দ্রার ফ্ল্যাট যেখান থেকে 14 জুন সকালে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল সেখানেও যান তদন্তকারীরা । নীরজ ও সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করেন তাঁরা ।

মুম্বই : জিজ্ঞাসাবাদের জন্য আজ ফের তলব করা হয় সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে । এই নিয়ে মোট পাঁচদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে ।

মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের যে অতিথিশালায় CBI-এর তদন্তকারী দলটি রয়েছে আজ সকালে সেখানে পৌঁছান সিদ্ধার্থ । গতকালও ওই অতিথিশালায় সুশান্তের রাঁধুনি নীরজ সিংয়ের মুখোমুখি বসিয়ে দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা । গতবছর থেকে মৃত্যুর দিন পর্যন্ত সুশান্ত যে সব ইভেন্টে যোগ দিয়েছিলেন আজ সিদ্ধার্থের থেকে সেই বিষয়গুলি তদন্তকারীরা জানতে চাইবেন বলে সূত্রের খবর ।

গতবছর অক্টোবরে রিয়া চক্রবর্তীর সঙ্গে ইউরোপ ঘুরতে যান সুশান্ত । কিন্তু, তারপর থেকই তাঁর শরীর খারাপ হতে শুরু করে । CBI সূত্রে জানা গিয়েছে, ইউরোপ থেকে ফেরার পর প্রয়াত অভিনেতার সঙ্গে ঠিক কী হয়েছিল তাও সিদ্ধার্থের থেকে জানতে চাওয়া হতে পারে ।

মৃত্যুর আগে সুশান্তের সঙ্গে কথাও বলতে দেওয়া হয়নি । কয়েকদিন আগে এই অভিযোগ তুলেছিলেন তাঁর বাবা কৃষ্ণ কুমার সিং । এই বিষয়ও খতিয়ে দেখতে চায় CBI-এর বিশেষ তদন্তকারী দলটি । সুশান্তের যখন শরীর খারাপ ছিল তখন কেন সেকথা তাঁর পরিবারকে জানানো হয়নি ? কে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন ? আর পরিবারের সঙ্গেও কেন তাঁকে কথা বলতে দেওয়া হল না, এই সব খতিয়ে দেখছেন তাঁরা । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কুপার হাসপাতালের পাঁচ চিকিৎসককেও, যাঁরা সুশান্তের ময়নাতদন্ত করেছিলেন । আর ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখছে AIIMS-এর চার সদস্যের একটি দল ।

19 অগাস্ট সুশান্ত সিং মৃত্যু মামলার তদন্ত মহারাষ্ট্র পুলিশের থেকে CBI-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সেই মতো তদন্তভার গ্রহণ করে 20 অগাস্টই মুম্বই পৌঁছয় CBI-এর বিশেষ তদন্তকারী দল । এরপরই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে দেন তাঁরা ।

গত কয়েকদিন ধরেই সিদ্ধার্থ পিঠানি ও নীরজ সিংকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । সূত্রের খবর, সুশান্তের ঝুলন্ত দেহ প্রথম দেখেছিলেন সিদ্ধার্থ । নীরজ ও সিদ্ধার্থই এই মামলার মূল দুই প্রত্যক্ষদর্শী । কিন্তু, তাঁদের বয়ানে একাধিক অসংগতি রয়েছে বলে CBI সূত্রে জানা গিয়েছে । আর সেই কারণেই তাঁদের কয়েকদিন ধরেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । রবিবার সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকেও জিজ্ঞাসাবাদ করেছিলেন তাঁরা ।

জিজ্ঞাসাবাদের পাশাপাশি বান্দ্রার ফ্ল্যাট যেখান থেকে 14 জুন সকালে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল সেখানেও যান তদন্তকারীরা । নীরজ ও সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করেন তাঁরা ।

Last Updated : Aug 26, 2020, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.