ETV Bharat / sitara

শেষ হল 'বান্টি অউর বাবলি 2'-এর ডাবিং - wraps up dubbing

'বান্টি অউর বাবলি 2'-এর ডাবিং শেষ করলেন সইফ আলি খান, রানি মুখার্জি, সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী ।

asd
asd
author img

By

Published : Oct 13, 2020, 1:01 PM IST

মুম্বই : শেষ হল 'বান্টি অউর বাবলি 2'-এর ডাবিং । এই ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সইফ আলি খান, রানি মুখার্জি, সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরীকে ।

ছবিটি পরিচালনা করেছেন বরুণ ভি শর্মা । এই ছবি প্রসঙ্গে তিনি বলেন, "সব তারকা ডাবিং শেষ করেছেন । 'বান্টি অউর বাবলি 2' বড় পরদায় মুক্তি পাওয়ার মতো ছবি । দর্শকদের ছবিটি দেখানোর অপেক্ষায় রয়েছি ।"

এর আগে 'হাম তুম' ও 'তা রা রাম পাম' ছবিতে রানি মুখার্জির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সইফ । ফের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের ।

আর 'বান্টি অউর বাবলি 2'-এর মতো ছবির অংশ হতে পেরে খুবই আনন্দিত সিদ্ধান্ত । এই ছবি প্রসঙ্গে তিনি বলেছিলেন, "মানুষ এই ছবি আশাকরি সবার খুব ভালো লাগবে । প্যানডেমিকের পর আশাকরি পরিস্থিতি ঠিক হয়ে যাবে । এটা অসাধারণ একটা ছবি । শুটিংয়ের সময় খুবই মজা হয়েছে । সবথেকে বড় বিষয় এই খারাপ পরিস্থিতির পর এই ধরনের একটা ছবি দর্শকদের ভালো লাগবে ।"

মুম্বই : শেষ হল 'বান্টি অউর বাবলি 2'-এর ডাবিং । এই ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সইফ আলি খান, রানি মুখার্জি, সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরীকে ।

ছবিটি পরিচালনা করেছেন বরুণ ভি শর্মা । এই ছবি প্রসঙ্গে তিনি বলেন, "সব তারকা ডাবিং শেষ করেছেন । 'বান্টি অউর বাবলি 2' বড় পরদায় মুক্তি পাওয়ার মতো ছবি । দর্শকদের ছবিটি দেখানোর অপেক্ষায় রয়েছি ।"

এর আগে 'হাম তুম' ও 'তা রা রাম পাম' ছবিতে রানি মুখার্জির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সইফ । ফের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের ।

আর 'বান্টি অউর বাবলি 2'-এর মতো ছবির অংশ হতে পেরে খুবই আনন্দিত সিদ্ধান্ত । এই ছবি প্রসঙ্গে তিনি বলেছিলেন, "মানুষ এই ছবি আশাকরি সবার খুব ভালো লাগবে । প্যানডেমিকের পর আশাকরি পরিস্থিতি ঠিক হয়ে যাবে । এটা অসাধারণ একটা ছবি । শুটিংয়ের সময় খুবই মজা হয়েছে । সবথেকে বড় বিষয় এই খারাপ পরিস্থিতির পর এই ধরনের একটা ছবি দর্শকদের ভালো লাগবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.