ETV Bharat / sitara

অনুরাগের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ব্যবহার ন্যক্কারজনক : ব্রাত্য বসু - ব্রাত্য বসুর খবর

অনুরাগ কাশ্যপকে দমদম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে আমন্ত্রণ জানিয়েছেন দমদমের তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু । এই আমন্ত্রণের মাধ্য়মে তিনি এটাই বোঝাতে চান যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনুরাগের পাশে আছে ।

Bratya Basu on Anurag kashyap
Bratya Basu on Anurag kashyap
author img

By

Published : Feb 4, 2020, 10:28 AM IST

কলকাতা : সরকার বিরোধী মন্তব্য় করার জন্য 'অ্যান্টিসোশাল' তকমা জুটেছে অনুরাগ কাশ্যপের কপালে । সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে চলছে অবিরত ট্রোলিং, সমালোচনা । শুধু তাই নয়, তাঁর মেয়েকে দেওয়া হয়েছে ধর্ষণের হুমকি অবধি । এই পুরো ব্যাপারটা সহ্য করতে পারছিলেন না ব্রাত্য বসু । তাই দমদম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে অনুরাগকে আমন্ত্রণ করে তিনি এটাই বোঝাতে চাইলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনুরাগের পাশে আছে ।

ব্রাত্য বসু, যিনি নিজে একজন সুপরিচিত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব, জানালেন, "কেন্দ্রীয় সরকার অনুরাগ কাশ্যপের সঙ্গে যেটা করছে সেটা ন্যক্কারজনক । এটা কোনও শিল্পীর সঙ্গে করা যায় না । আমরা তাঁকে এখানে আমন্ত্রণ করে বোঝাতে চাইলাম যে সব সরকার একরকম নয় । এখানে মমতাদির সরকার অনুরাগ কাশ্যপের সঙ্গে আছে ।"

তিনি আরও বলেন, "এই যে অনুরাগকে ট্রোল করা হয়, সোশাল মিডিয়ায় হেনস্থা করা হয়, ওঁর মেয়ে বা বাবাকে হুমকি দেওয়া হয়, এই সমস্ত কিছুই আমার কাছে খুব পীড়াদায়ক হয়ে উঠছিল । তাই মনে হয়েছিল, এবার যদি কাউকে ফেস্টিভালে নিয়ে আসতে হয়, তাহলে অনুরাগ কাশ্যপকেই আনবো ।"

পশ্চিমবঙ্গ সরকার শিল্প-সংস্কৃতির পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনুরাগের পক্ষে..কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ ব্রাত্য়র । দেখে নিন ভিডিয়োয়..

দেখে নিন ভিডিয়ো..

কলকাতা : সরকার বিরোধী মন্তব্য় করার জন্য 'অ্যান্টিসোশাল' তকমা জুটেছে অনুরাগ কাশ্যপের কপালে । সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে চলছে অবিরত ট্রোলিং, সমালোচনা । শুধু তাই নয়, তাঁর মেয়েকে দেওয়া হয়েছে ধর্ষণের হুমকি অবধি । এই পুরো ব্যাপারটা সহ্য করতে পারছিলেন না ব্রাত্য বসু । তাই দমদম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে অনুরাগকে আমন্ত্রণ করে তিনি এটাই বোঝাতে চাইলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনুরাগের পাশে আছে ।

ব্রাত্য বসু, যিনি নিজে একজন সুপরিচিত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব, জানালেন, "কেন্দ্রীয় সরকার অনুরাগ কাশ্যপের সঙ্গে যেটা করছে সেটা ন্যক্কারজনক । এটা কোনও শিল্পীর সঙ্গে করা যায় না । আমরা তাঁকে এখানে আমন্ত্রণ করে বোঝাতে চাইলাম যে সব সরকার একরকম নয় । এখানে মমতাদির সরকার অনুরাগ কাশ্যপের সঙ্গে আছে ।"

তিনি আরও বলেন, "এই যে অনুরাগকে ট্রোল করা হয়, সোশাল মিডিয়ায় হেনস্থা করা হয়, ওঁর মেয়ে বা বাবাকে হুমকি দেওয়া হয়, এই সমস্ত কিছুই আমার কাছে খুব পীড়াদায়ক হয়ে উঠছিল । তাই মনে হয়েছিল, এবার যদি কাউকে ফেস্টিভালে নিয়ে আসতে হয়, তাহলে অনুরাগ কাশ্যপকেই আনবো ।"

পশ্চিমবঙ্গ সরকার শিল্প-সংস্কৃতির পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনুরাগের পক্ষে..কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ ব্রাত্য়র । দেখে নিন ভিডিয়োয়..

দেখে নিন ভিডিয়ো..
Intro:Body:

অনুরাগের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ব্যবহার ন্যক্কারজনক : ব্রাত্য বসু



অনুরাগ কাশ্যপকে দমদম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে আমন্ত্রণ জানিয়েছেন দমদমের তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু । এই আমন্ত্রণের মাধ্য়মে তিনি বোঝাতে চান যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনুরাগের পাশে আছে ।



কলকাতা : সরকার বিরোধী মন্তব্য় করার জন্য 'অ্যান্টিসোশাল' তকমা জুটেছে অনুরাগ কাশ্যপের কপালে । সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে চলছে অবিরত ট্রোলিং, সমালোচনা । শুধু তাই নয়, তাঁর মেয়েকে দেওয়া হয়েছে ধর্ষণের হুমকি অবধি । এই পুরো ব্যাপারটা সহ্য করতে পারছিলেন না ব্রাত্য বসু । তাই দমদম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে অনুরাগকে আমন্ত্রণ করে তিনি এটাই বোঝাতে চাইলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনুরাগের পাশে আছে ।



ব্রাত্য বসু, যিনি নিজে একজন সুপরিচিত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব, জানালেন, "কেন্দ্রীয় সরকার অনুরাগ কাশ্যপের সঙ্গে যেটা করছে সেটা ন্যক্কারজনক । এটা কোনও শিল্পীর সঙ্গে করা যায় না । আমরা তাঁকে এখানে আমন্ত্রণ করে বোঝাতে চাইলাম যে সব সরকার এরকম নয় । এখানে মমতাদির সরকার অনুরাগ কাশ্যপের সঙ্গে আছে ।"



তিনি আরও বলেন, "এই যে অনুরাগকে ট্রোল করা হয়, সোশাল মিডিয়ায় হেনস্থা করা হয়, ওঁর মেয়ে বা বাবাকে হুমকি দেওয়া হয়, এই সমস্ত আমার কাছে খুব পীড়াদায়ক হয়ে উঠছিল । তাই আমার মনে হয়েছিল, এবার যদি কাউকে ফেস্টিভালে নিয়ে আসতে হয়, তাহলে অনুরাগ কাশ্যপকেই আনবো ।"



পশ্চিমবঙ্গ সরকার শিল্প-সংস্কৃতির পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনুরাগের পক্ষে..কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ ব্রাত্য়র । দেখে নিন ভিডিয়োয় ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.