ETV Bharat / sitara

সামনে এল 'ব্রহ্মাস্ত্র' মুক্তির দিন - আলিয়া ভাট

চলতি বছরের 4 ডিসেম্বর মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে 'ব্রহ্মাস্ত্র' মুক্তির দিন ঘোষণা করেন করণ জোহর ।

মনব
মনব
author img

By

Published : Feb 2, 2020, 4:15 PM IST

মুম্বই : সামনে এল 'ব্রহ্মাস্ত্র' মুক্তির দিন । চলতি বছরের 4 ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি । হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'।

সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে 'ব্রহ্মাস্ত্র' মুক্তির দিন ঘোষণা করেছেন করণ জোহর । ছবির ক্যাপশনে লেখেন, "এটা ফাইনাল । 2020 সালের 4 ডিসেম্বর মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'।" করণের শেয়ার করা ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর ও পরিচালক অয়ন মুখার্জি । হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে সবার মধ্যমণি হয়ে বসে রয়েছেন আলিয়া । সেই প্ল্যাকার্ডে লেখা "4 ডিসেম্বর,2020" । তাঁর একপাশে মাথায় হাত দিয়ে রয়েছেন অয়ন । অন্যপাশে বিগ বি । আর পিছনে রণবীর ।

ছবি মুক্তির দিন ঘোষণা করে টুইট করেন অমিতাভ বচ্চন । লেখেন, "2020 সালের 4 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে 'ব্রহ্মাস্ত্র'। আর অয়নকে এবার এই তারিখ পরিবর্তনের অনুমতি দেওয়া হবে না ।"

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেন আলিয়া ভাট । যেখানে রণবীর ও অয়নকে ছবি মুক্তির দিন ঘোষণা নিয়ে ঝগড়া করতে দেখা গেছে । দু'বছর ধরে মুক্তি পায়নি ছবিটি । আর ছবি মুক্তি না পাওয়ায় তাঁকে অনেক কথা শুনতে হয়েছে বলে জানান রণবীর । সব শেষে অবশ্য ছবির দিন ঘোষণা করেন অয়ন । এই ভিডিয়ো নিজের ইনস্টগ্রামে শেয়ার করেছেন রণবীর ।

বলিউডের অন্যতম সেরা সায়েন্স ফিকশন সিনেমা হতে চলেছে 'ব্রহ্মাস্ত্র'। মোট তিনটি পর্বে মুক্তি পাবে এই ছবি । বুলগেরিয়া, নিউ ইয়র্ক, মুম্বই, মানালি সহ বেশ কয়েকটি এলাকায় ছবির শুটিং হয়েছে । রণবীর, আলিয়া ও অমিতাভ ছাড়াও ছবিতে রয়েছেন মৌনি রয় ও নাগার্জুনা ।

মুম্বই : সামনে এল 'ব্রহ্মাস্ত্র' মুক্তির দিন । চলতি বছরের 4 ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি । হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'।

সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে 'ব্রহ্মাস্ত্র' মুক্তির দিন ঘোষণা করেছেন করণ জোহর । ছবির ক্যাপশনে লেখেন, "এটা ফাইনাল । 2020 সালের 4 ডিসেম্বর মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'।" করণের শেয়ার করা ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর ও পরিচালক অয়ন মুখার্জি । হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে সবার মধ্যমণি হয়ে বসে রয়েছেন আলিয়া । সেই প্ল্যাকার্ডে লেখা "4 ডিসেম্বর,2020" । তাঁর একপাশে মাথায় হাত দিয়ে রয়েছেন অয়ন । অন্যপাশে বিগ বি । আর পিছনে রণবীর ।

ছবি মুক্তির দিন ঘোষণা করে টুইট করেন অমিতাভ বচ্চন । লেখেন, "2020 সালের 4 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে 'ব্রহ্মাস্ত্র'। আর অয়নকে এবার এই তারিখ পরিবর্তনের অনুমতি দেওয়া হবে না ।"

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেন আলিয়া ভাট । যেখানে রণবীর ও অয়নকে ছবি মুক্তির দিন ঘোষণা নিয়ে ঝগড়া করতে দেখা গেছে । দু'বছর ধরে মুক্তি পায়নি ছবিটি । আর ছবি মুক্তি না পাওয়ায় তাঁকে অনেক কথা শুনতে হয়েছে বলে জানান রণবীর । সব শেষে অবশ্য ছবির দিন ঘোষণা করেন অয়ন । এই ভিডিয়ো নিজের ইনস্টগ্রামে শেয়ার করেছেন রণবীর ।

বলিউডের অন্যতম সেরা সায়েন্স ফিকশন সিনেমা হতে চলেছে 'ব্রহ্মাস্ত্র'। মোট তিনটি পর্বে মুক্তি পাবে এই ছবি । বুলগেরিয়া, নিউ ইয়র্ক, মুম্বই, মানালি সহ বেশ কয়েকটি এলাকায় ছবির শুটিং হয়েছে । রণবীর, আলিয়া ও অমিতাভ ছাড়াও ছবিতে রয়েছেন মৌনি রয় ও নাগার্জুনা ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.