ETV Bharat / sitara

এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন শ্রীদেবীর দ্বিতীয় কন্যা খুশি - khusi kapoor latest news

জাহ্নবী কাপুরের পর এবার তাঁর বোন খুশি কাপুর ডেবিউ করতে চলেছেন বলিউডে । প্রযোজক বাবা বনি কাপুর এক সংবাদমাধ্যমকে নিশ্চিত করলেন এই খবর ।

sridevi daughter khusi kapoor debut
sridevi daughter khusi kapoor debut
author img

By

Published : Jan 19, 2021, 9:31 AM IST

মুম্বই : শ্রীদেবীর প্রথম কন্যা জাহ্নবী কাপুর ছোটো থেকেই অভিনেত্রী হতে চেয়েছেন । গ্ল্যামার দুনিয়ার প্রতি তাঁর আকর্ষণ তখন থেকে । তবে জাহ্নবীর বোন খুশি কাপুর একটু আড়ালে থাকতে ভালোবাসেন । তিনি অভিনেত্রী হতে চান বলে কখনও শোনা যায়নি । এবার খুশিও বলিউড ডেবিউ করতে চলেছেন ।

খুশির বাবা প্রযোজক বনি কাপুর জানালেন এই খবরটি । সঙ্গে এটাও বললেন যে, ক্ষমতা থাকলেও নিজের মেয়েকে লঞ্চ করবেন না তিনি । বরং বনি চান যে, খুশি অন্য কোনও পরিচালক বা প্রযোজকের হাত ধরে বলিউডে ডেবিউ করুক ।

বনি বলেন, "আমি চাই খুশি স্বাবলম্বী হোক, ও নিজের ক্যারিয়ার নিজেই তৈরি করুক । তবে ও এমন কারও হাত ধরেই আসবে যাঁকে আমি সম্মান করি, যাঁকে নিয়ে আমি নিশ্চিন্ত থাকি ।"

sridevi daughter khusi kapoor debut
বাবার সঙ্গে খুশি

ঠিক কার কথা বলছেন বনি ? সেটা বোঝা গেল না । তবে খুশির অভিষেকে যে বেশি দেরি নেই সেটা স্পষ্ট । নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে অভিনয়ের পাঠ নিয়ে রীতিমতো প্রস্তুত হচ্ছেন কাপুর পরিবারের সদস্য ।

মুম্বই : শ্রীদেবীর প্রথম কন্যা জাহ্নবী কাপুর ছোটো থেকেই অভিনেত্রী হতে চেয়েছেন । গ্ল্যামার দুনিয়ার প্রতি তাঁর আকর্ষণ তখন থেকে । তবে জাহ্নবীর বোন খুশি কাপুর একটু আড়ালে থাকতে ভালোবাসেন । তিনি অভিনেত্রী হতে চান বলে কখনও শোনা যায়নি । এবার খুশিও বলিউড ডেবিউ করতে চলেছেন ।

খুশির বাবা প্রযোজক বনি কাপুর জানালেন এই খবরটি । সঙ্গে এটাও বললেন যে, ক্ষমতা থাকলেও নিজের মেয়েকে লঞ্চ করবেন না তিনি । বরং বনি চান যে, খুশি অন্য কোনও পরিচালক বা প্রযোজকের হাত ধরে বলিউডে ডেবিউ করুক ।

বনি বলেন, "আমি চাই খুশি স্বাবলম্বী হোক, ও নিজের ক্যারিয়ার নিজেই তৈরি করুক । তবে ও এমন কারও হাত ধরেই আসবে যাঁকে আমি সম্মান করি, যাঁকে নিয়ে আমি নিশ্চিন্ত থাকি ।"

sridevi daughter khusi kapoor debut
বাবার সঙ্গে খুশি

ঠিক কার কথা বলছেন বনি ? সেটা বোঝা গেল না । তবে খুশির অভিষেকে যে বেশি দেরি নেই সেটা স্পষ্ট । নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে অভিনয়ের পাঠ নিয়ে রীতিমতো প্রস্তুত হচ্ছেন কাপুর পরিবারের সদস্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.