ETV Bharat / sitara

নাথুরাম গডসেকে সমর্থন ? কঙ্গনার সমালোচনায় তোলপাড় টুইটার - নাথুরাম গডসেকে নিয়ে কঙ্গনা

কঙ্গনা রানাওয়াতকে ফের তোলপাড় টুইটার । নাথুরাম গডসেকে সমর্থন করে ট্রোলারদের নিশানায় কঙ্গনা ।

Kangana Ranaut supports nathuram godse
Kangana Ranaut supports nathuram godse
author img

By

Published : Jan 31, 2021, 6:50 PM IST

মুম্বই : বিতর্ক তাঁকে ডাকে, না তিনি বিতর্ককে ডাকেন, বোঝা যায় না । কঙ্গনা রানাওয়াত যেন হেডলাইনে থাকার জন্যই অহেতুক টুইট করেন এবং মানুষের সমালোচনার পাত্রী হন । সম্প্রতি গান্ধিজির হত্যাকারী নাথুরাম গডসেকে সমর্থন করে একটি টুইট করেছেন অভিনেত্রী ।

কী লেখা কঙ্গনার টুইটে ? "প্রতিটা গল্পের তিনটি দিক থাকে । একটি তোমার দিক, একটি আমার দিক এবং একটি সত্য় । যিনি ভালো গল্প বলতে পারেন, তিনি কিছু দাবিও করেন না, কিছু লুকোনোরও চেষ্টা করেন না ।", লিখেছেন অভিনেত্রী ।

শুধু এটুকুই নয় । কঙ্গনার মতে, আমাদের পাঠ্যবইগুলো কোনও কাজের নয় । কারণ সেখানে সত্যিটাকে ঢেকে, লেখকের মতগুলোকে চাপিয়ে দেওয়া হয়...লিখেছেন তিনি ।

  • Every story has three sides to it, yours, mine and the truth ....
    A good story teller neither commits nor conceals... and that’s why our text books suck ... full of exposition #NathuramGodse pic.twitter.com/fLrobIMZlU

    — Kangana Ranaut (@KanganaTeam) January 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কঙ্গনার এই টুইটের পর রাগে ফেটে পড়েছে নেটিজেনদের একাংশ । অনেকেই অভিযোগ জানিয়েছেন যে, কঙ্গনাও নিজের ধারণাগুলোকে সবার উপর চাপিয়ে দিতে চান । কেউ কেউ আবার তাঁর মানবিকতার দিক নিয়েও প্রশ্ন তুলেছেন, কারণ কোনও সমস্যার সমাধান কখনও 'হত্যা' হতে পারে না ।

কয়েকটি টুইট তুলে ধরা হল আপনাদের সামনে...

Kangana Ranaut supports nathuram godse
এক ঝলকে কয়েকটি টুইট..

1948 সালের 30 জানুয়ারি মহাত্মা গান্ধি, অর্থাৎ আমাদের 'ফাদার অফ দ্য নেশন', মারা যান নাথুরাম গডসের গুলিতে । সেই বছরেরই 15 নভেম্বর ফাঁসি দেওয়া হয় গডসেকে ।

মুম্বই : বিতর্ক তাঁকে ডাকে, না তিনি বিতর্ককে ডাকেন, বোঝা যায় না । কঙ্গনা রানাওয়াত যেন হেডলাইনে থাকার জন্যই অহেতুক টুইট করেন এবং মানুষের সমালোচনার পাত্রী হন । সম্প্রতি গান্ধিজির হত্যাকারী নাথুরাম গডসেকে সমর্থন করে একটি টুইট করেছেন অভিনেত্রী ।

কী লেখা কঙ্গনার টুইটে ? "প্রতিটা গল্পের তিনটি দিক থাকে । একটি তোমার দিক, একটি আমার দিক এবং একটি সত্য় । যিনি ভালো গল্প বলতে পারেন, তিনি কিছু দাবিও করেন না, কিছু লুকোনোরও চেষ্টা করেন না ।", লিখেছেন অভিনেত্রী ।

শুধু এটুকুই নয় । কঙ্গনার মতে, আমাদের পাঠ্যবইগুলো কোনও কাজের নয় । কারণ সেখানে সত্যিটাকে ঢেকে, লেখকের মতগুলোকে চাপিয়ে দেওয়া হয়...লিখেছেন তিনি ।

  • Every story has three sides to it, yours, mine and the truth ....
    A good story teller neither commits nor conceals... and that’s why our text books suck ... full of exposition #NathuramGodse pic.twitter.com/fLrobIMZlU

    — Kangana Ranaut (@KanganaTeam) January 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কঙ্গনার এই টুইটের পর রাগে ফেটে পড়েছে নেটিজেনদের একাংশ । অনেকেই অভিযোগ জানিয়েছেন যে, কঙ্গনাও নিজের ধারণাগুলোকে সবার উপর চাপিয়ে দিতে চান । কেউ কেউ আবার তাঁর মানবিকতার দিক নিয়েও প্রশ্ন তুলেছেন, কারণ কোনও সমস্যার সমাধান কখনও 'হত্যা' হতে পারে না ।

কয়েকটি টুইট তুলে ধরা হল আপনাদের সামনে...

Kangana Ranaut supports nathuram godse
এক ঝলকে কয়েকটি টুইট..

1948 সালের 30 জানুয়ারি মহাত্মা গান্ধি, অর্থাৎ আমাদের 'ফাদার অফ দ্য নেশন', মারা যান নাথুরাম গডসের গুলিতে । সেই বছরেরই 15 নভেম্বর ফাঁসি দেওয়া হয় গডসেকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.