মুম্বই : বিতর্ক তাঁকে ডাকে, না তিনি বিতর্ককে ডাকেন, বোঝা যায় না । কঙ্গনা রানাওয়াত যেন হেডলাইনে থাকার জন্যই অহেতুক টুইট করেন এবং মানুষের সমালোচনার পাত্রী হন । সম্প্রতি গান্ধিজির হত্যাকারী নাথুরাম গডসেকে সমর্থন করে একটি টুইট করেছেন অভিনেত্রী ।
কী লেখা কঙ্গনার টুইটে ? "প্রতিটা গল্পের তিনটি দিক থাকে । একটি তোমার দিক, একটি আমার দিক এবং একটি সত্য় । যিনি ভালো গল্প বলতে পারেন, তিনি কিছু দাবিও করেন না, কিছু লুকোনোরও চেষ্টা করেন না ।", লিখেছেন অভিনেত্রী ।
শুধু এটুকুই নয় । কঙ্গনার মতে, আমাদের পাঠ্যবইগুলো কোনও কাজের নয় । কারণ সেখানে সত্যিটাকে ঢেকে, লেখকের মতগুলোকে চাপিয়ে দেওয়া হয়...লিখেছেন তিনি ।
-
Every story has three sides to it, yours, mine and the truth ....
— Kangana Ranaut (@KanganaTeam) January 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
A good story teller neither commits nor conceals... and that’s why our text books suck ... full of exposition #NathuramGodse pic.twitter.com/fLrobIMZlU
">Every story has three sides to it, yours, mine and the truth ....
— Kangana Ranaut (@KanganaTeam) January 30, 2021
A good story teller neither commits nor conceals... and that’s why our text books suck ... full of exposition #NathuramGodse pic.twitter.com/fLrobIMZlUEvery story has three sides to it, yours, mine and the truth ....
— Kangana Ranaut (@KanganaTeam) January 30, 2021
A good story teller neither commits nor conceals... and that’s why our text books suck ... full of exposition #NathuramGodse pic.twitter.com/fLrobIMZlU
কঙ্গনার এই টুইটের পর রাগে ফেটে পড়েছে নেটিজেনদের একাংশ । অনেকেই অভিযোগ জানিয়েছেন যে, কঙ্গনাও নিজের ধারণাগুলোকে সবার উপর চাপিয়ে দিতে চান । কেউ কেউ আবার তাঁর মানবিকতার দিক নিয়েও প্রশ্ন তুলেছেন, কারণ কোনও সমস্যার সমাধান কখনও 'হত্যা' হতে পারে না ।
কয়েকটি টুইট তুলে ধরা হল আপনাদের সামনে...
1948 সালের 30 জানুয়ারি মহাত্মা গান্ধি, অর্থাৎ আমাদের 'ফাদার অফ দ্য নেশন', মারা যান নাথুরাম গডসের গুলিতে । সেই বছরেরই 15 নভেম্বর ফাঁসি দেওয়া হয় গডসেকে ।