ETV Bharat / sitara

এ কী করে দেখালেন "সুপারহিউম্যান" টাইগার ? - actor

নিজের বডি ফিটনেস নিয়ে সচেতন বলিউড অভিনেতা টাইগার শ্রফ । আজ 200 কিলোগ্রাম ওজন তুলে "সুপারহিউম্যান" তকমাও পেলেন তিনি ।

টাইগার শ্রফ
author img

By

Published : Aug 18, 2019, 4:24 PM IST

মুম্বই : 200 কিলোগ্রাম ওজন তুলে ভক্তদের একদম চমকে দিলেন বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ । সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেতা ।

টাইগার তাঁর ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন । তিনি আজ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন । যেখানে অভিনতাকে 200 কিলোগ্রাম ওজন ডেডলিফ্টস করতে দেখা যায় ।

ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "নিজেকে এই পর্যন্ত নিয়ে আসাতে বেশি সময় হয়নি... 200 কিলোগ্রাম... হাইস্কুলে থাকাকালীন অনেক হালকা মনে হত... #Onlyhuman"

টাইগারের এই ভিডিয়োটিতে অভিনেতা ইশান খট্টর কমেন্ট করে বলেন, "সুপার হিউম্যান" । তাঁর প্রতুত্তরে অভিনেতা বলেন, "হাহা ব্রো.. নিজের রাস্তাতে.." ভিডিয়োটি আপলোডের কিছুক্ষণের মধ্যেই 52 হাজারের বেশি ভিউজ় হয়ে যায় ।

বর্তমানে টাইগার অ্যাকশন-থ্রিলার 'ওয়ার' মুক্তির অপেক্ষা করছেন । ছবিতে তাঁর সঙ্গে হৃতিক রোশন ও বানী কাপুরকে মুখ্য চরিত্রে দেখা যাবে ।

মুম্বই : 200 কিলোগ্রাম ওজন তুলে ভক্তদের একদম চমকে দিলেন বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ । সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেতা ।

টাইগার তাঁর ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন । তিনি আজ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন । যেখানে অভিনতাকে 200 কিলোগ্রাম ওজন ডেডলিফ্টস করতে দেখা যায় ।

ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "নিজেকে এই পর্যন্ত নিয়ে আসাতে বেশি সময় হয়নি... 200 কিলোগ্রাম... হাইস্কুলে থাকাকালীন অনেক হালকা মনে হত... #Onlyhuman"

টাইগারের এই ভিডিয়োটিতে অভিনেতা ইশান খট্টর কমেন্ট করে বলেন, "সুপার হিউম্যান" । তাঁর প্রতুত্তরে অভিনেতা বলেন, "হাহা ব্রো.. নিজের রাস্তাতে.." ভিডিয়োটি আপলোডের কিছুক্ষণের মধ্যেই 52 হাজারের বেশি ভিউজ় হয়ে যায় ।

বর্তমানে টাইগার অ্যাকশন-থ্রিলার 'ওয়ার' মুক্তির অপেক্ষা করছেন । ছবিতে তাঁর সঙ্গে হৃতিক রোশন ও বানী কাপুরকে মুখ্য চরিত্রে দেখা যাবে ।

Intro:Body:

Tiger Shroff


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.