মুম্বই : আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত । আজ সকালে মুম্বইয়ের বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ । তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ।
'পবিত্র রিস্তা' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সুশান্ত । এরপর 'কাই পো চে' ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি । তারপর একে একে 'ছিছোড়ে', 'রবতা', 'কেদারনাথ' সহ বলিউডের একাধিক ছবিতে অভিনয় করছেন । এছাড়া মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকেও অভিনয় করে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন তিনি ।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে । টুইট করে শোকপ্রকাশ করেছেন অনুরাগ কাশ্যপ । লেখেন, "এটা সত্যি কথা নয়..."।
গওহর খান লেখেন, "কী হচ্ছে এসব ।"
রীতেশ দেশমুখ লেখেন, "হতবাক হয়ে গেলাম !!! সুশান্ত সিং রাজপুত আর নেই..."।