ETV Bharat / sitara

প্রয়াত ইরফান খান - ইরফান খান

দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন । আজ মৃত্যু হল অভিনেতা ইরফান খানের ।

jhh
jhg
author img

By

Published : Apr 29, 2020, 12:24 PM IST

Updated : Apr 29, 2020, 3:44 PM IST

মুম্বই : সকালেই এক বিবৃতিতে তাঁর মুখপাত্র জানিয়েছিলেন, এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি । কিন্তু, শেষরক্ষা হল না । কয়েক ঘণ্টা পরই হার মানলেন ইরফান খান । মাত্র 53 বছর বয়সেই সবাইকে ছেড়ে চলে গেলেন অনেক দূরে ।

দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন । 2018 সালেই জানা যায় যে তিনি ক্যানসারে আক্রান্ত । লন্ডনেই তাঁর চিকিৎসা চলছিল । এর ফলে দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি । 2019 সালে 'আংরেজি মিডিয়াম' ছবির শুটিংয়ের জন্য দেশে আসেন । কয়েকদিন আগেই মৃত্যু হয় তাঁর মা সাইদা বেগমের ।

এরপরই কোলনের সমস্যা দেখা দেওয়ায় কোকিলাবেন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভরতি করা হয় ইরফান খানকে । আর গতকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । আজ সকাল থেকেই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে । যদিও তা গুজব বলে তাঁর মুখপাত্র জানিয়েছিলেন । বলেছিলেন, এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন ইরফান । কিন্তু, কয়েক ঘণ্টা পরই তাঁরই পরিবারের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, ইরফান খান আর নেই ।

1967 সালের 7 জানুয়ারি রাজস্থানের টঙ্ক জেলার খাজুরিয়া গ্রামে জন্ম ইরফানের । 1988 সালে মীরা নায়ারের 'সলাম বম্বে' ছবি দিয়ে অভিনয় শুরু । এরপর 'মকবুল', 'হিন্দি মিডিয়াম', 'লাঞ্চবক্স', 'পিকু', 'তলওয়ার', 'পান সিং তোমর', 'লাইফ ইন এ মেট্রো'-র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি । 'পান সিং তোমর'-এর জন্য পেয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড । এছাড়া হলিউডেও অভিনয় করেছেন তিনি ।

মুম্বই : সকালেই এক বিবৃতিতে তাঁর মুখপাত্র জানিয়েছিলেন, এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি । কিন্তু, শেষরক্ষা হল না । কয়েক ঘণ্টা পরই হার মানলেন ইরফান খান । মাত্র 53 বছর বয়সেই সবাইকে ছেড়ে চলে গেলেন অনেক দূরে ।

দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন । 2018 সালেই জানা যায় যে তিনি ক্যানসারে আক্রান্ত । লন্ডনেই তাঁর চিকিৎসা চলছিল । এর ফলে দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি । 2019 সালে 'আংরেজি মিডিয়াম' ছবির শুটিংয়ের জন্য দেশে আসেন । কয়েকদিন আগেই মৃত্যু হয় তাঁর মা সাইদা বেগমের ।

এরপরই কোলনের সমস্যা দেখা দেওয়ায় কোকিলাবেন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভরতি করা হয় ইরফান খানকে । আর গতকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । আজ সকাল থেকেই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে । যদিও তা গুজব বলে তাঁর মুখপাত্র জানিয়েছিলেন । বলেছিলেন, এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন ইরফান । কিন্তু, কয়েক ঘণ্টা পরই তাঁরই পরিবারের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, ইরফান খান আর নেই ।

1967 সালের 7 জানুয়ারি রাজস্থানের টঙ্ক জেলার খাজুরিয়া গ্রামে জন্ম ইরফানের । 1988 সালে মীরা নায়ারের 'সলাম বম্বে' ছবি দিয়ে অভিনয় শুরু । এরপর 'মকবুল', 'হিন্দি মিডিয়াম', 'লাঞ্চবক্স', 'পিকু', 'তলওয়ার', 'পান সিং তোমর', 'লাইফ ইন এ মেট্রো'-র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি । 'পান সিং তোমর'-এর জন্য পেয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড । এছাড়া হলিউডেও অভিনয় করেছেন তিনি ।

Last Updated : Apr 29, 2020, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.