ETV Bharat / sitara

মাদক মামলায় অর্জুন রামপালের বোনকে জিজ্ঞাসাবাদ এনসিবির

author img

By

Published : Jan 11, 2021, 1:24 PM IST

Updated : Jan 11, 2021, 2:40 PM IST

তল্লাশির সময় অর্জুনের বাড়ি থেকে বেশ কিছু নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছিল তদন্তকারীরা । তার মধ্যে দুটি ওষুধ বোনের বলে জানিয়েছিলেন অর্জুন । আর সেই সূত্র ধরেই আজ তাঁর বোন কোমল রামপালকে জিজ্ঞাসাবাদ করছে এনসিবি ।

োে্
োে্

মুম্বই : মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ নারকোটিক্স কন্ট্রোল বিওরোর (এনসিবি) অফিসে হাজিরা দেন অর্জুন রামপালের বোন কোমল রামপাল । বুধবার তাঁকে সমন পাঠিয়েছিল এনসিবি । যদিও শরীর খারাপ থাকার কথা বলে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন । অবশেষে আজ দুপুরের দিকেই হাজিরা দেন তিনি ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পেয়েছিল তদন্তকারীরা । এরপরই তৎপর হয়ে তদন্ত শুরু করে এনসিবি । তদন্তের সময় উঠে আসে বলিউডের একাধিক তারকার নাম । দীপিকা পাডুকোন, রকুল প্রীত সিং, সারা আলি খান সহ একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদও করেছিল তদন্তকারীরা । এছাড়া গ্রেপ্তার করা হয়েছিল রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক, ধর্মা প্রোডাকশনের প্রাক্তন কর্মী খিতিজ প্রসাদ, কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ সহ বেশ কয়েকজন মাদক পাচারকারীকে ।

আরও পড়ুন : অর্জুন রামপালকে 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ NCB-র

এরপর গত বছর 9 নভেম্বর সকালে অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনসিবি । সেই সময় ল্যাপটপ, মোবাইল ফোন, পেন ড্রাইভ ও ট্যাবলেট সহ তাঁদের বাড়ি থেকে মোট 11টি বৈদ্যুতিন সামগ্রী বাজেয়াপ্ত করেছিল তদন্তকারীরা । তারপর অর্জুন ও তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়েডসকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । 11 ও 12 নভেম্বর গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি । আর 13 নভেম্বর তলব করা হয়েছিল অর্জুনকে । ওই দিন টানা সাত ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারীরা । এরপর 21 ডিসেম্বর ফের হাজিরা দেন তিনি । যদিও তাঁর বয়ানে সন্তুষ্ট হতে পারেনি তদন্তকারীরা । প্রয়োজনে তাঁকে ফের তলব করা হতে পারে বলেও এনসিবির তরফে জানানো হয়েছিল ।

এদিকে তল্লাশির সময় অর্জুনের বাড়ি থেকে বেশ কিছু নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছিল তদন্তকারীরা । জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের তিনি জানিয়েছিলেন, চিকিৎসকের পরামর্শ মতোই সেই ওষুধ কেনা হয়েছিল । তার মধ্যে দুটি ওষুধ তাঁর বোন কোমলের বলেও জানিয়েছিলেন তিনি । আর সেই সূত্র ধরেই আজ তাঁর বোনকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা ।

মুম্বই : মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ নারকোটিক্স কন্ট্রোল বিওরোর (এনসিবি) অফিসে হাজিরা দেন অর্জুন রামপালের বোন কোমল রামপাল । বুধবার তাঁকে সমন পাঠিয়েছিল এনসিবি । যদিও শরীর খারাপ থাকার কথা বলে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন । অবশেষে আজ দুপুরের দিকেই হাজিরা দেন তিনি ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পেয়েছিল তদন্তকারীরা । এরপরই তৎপর হয়ে তদন্ত শুরু করে এনসিবি । তদন্তের সময় উঠে আসে বলিউডের একাধিক তারকার নাম । দীপিকা পাডুকোন, রকুল প্রীত সিং, সারা আলি খান সহ একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদও করেছিল তদন্তকারীরা । এছাড়া গ্রেপ্তার করা হয়েছিল রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক, ধর্মা প্রোডাকশনের প্রাক্তন কর্মী খিতিজ প্রসাদ, কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ সহ বেশ কয়েকজন মাদক পাচারকারীকে ।

আরও পড়ুন : অর্জুন রামপালকে 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ NCB-র

এরপর গত বছর 9 নভেম্বর সকালে অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনসিবি । সেই সময় ল্যাপটপ, মোবাইল ফোন, পেন ড্রাইভ ও ট্যাবলেট সহ তাঁদের বাড়ি থেকে মোট 11টি বৈদ্যুতিন সামগ্রী বাজেয়াপ্ত করেছিল তদন্তকারীরা । তারপর অর্জুন ও তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়েডসকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । 11 ও 12 নভেম্বর গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি । আর 13 নভেম্বর তলব করা হয়েছিল অর্জুনকে । ওই দিন টানা সাত ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারীরা । এরপর 21 ডিসেম্বর ফের হাজিরা দেন তিনি । যদিও তাঁর বয়ানে সন্তুষ্ট হতে পারেনি তদন্তকারীরা । প্রয়োজনে তাঁকে ফের তলব করা হতে পারে বলেও এনসিবির তরফে জানানো হয়েছিল ।

এদিকে তল্লাশির সময় অর্জুনের বাড়ি থেকে বেশ কিছু নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছিল তদন্তকারীরা । জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের তিনি জানিয়েছিলেন, চিকিৎসকের পরামর্শ মতোই সেই ওষুধ কেনা হয়েছিল । তার মধ্যে দুটি ওষুধ তাঁর বোন কোমলের বলেও জানিয়েছিলেন তিনি । আর সেই সূত্র ধরেই আজ তাঁর বোনকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা ।

Last Updated : Jan 11, 2021, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.