ETV Bharat / sitara

Birth Day স্পেশাল : সৌন্দর্য ও বুদ্ধিমত্তার মিশেলে 'অন্যরকম' বিদ্যা - বিদ্য়া বালানের খবর

আজ বিদ্যা বালানের জন্মদিন । 41 বছর পূর্ণ করলেন অভিনেত্রী ।

Vidya Balan Birth Day
Vidya Balan Birth Day
author img

By

Published : Jan 1, 2020, 12:20 AM IST

Updated : Jan 1, 2020, 3:09 PM IST

গার্ল ক্রাশ মাধুরী দীক্ষিতকে 'এক দো তিন' গানে নাচতে দেখে মনে মনে অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নেয় মেয়েটি । কিন্তু, গ্ল্যামার দুনিয়ার পিছনে যে একরাশ অন্ধকার থাকে, তখন তা জানত না সে । তিনি বিদ্যা বালান । যাঁর প্রথম টেলিভিশন শো 'লা বেলাস' ও মোহনলালের সঙ্গে করা প্রথম ছবি কোনওদিন মুক্তির আলো দেখেনি । শুধু তাই নয়, ক্যারিয়ারের শুরুতে একের পর এক রিজেকশনের মুখোমুখি হয়েছেন তিনি ।

Vidya Balan Birth Day
.

বিদ্য়া বালান এমন এক নাম, যা দৃঢ়তা, বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের সমার্থক হয়ে দাঁড়িয়েছে । তিনি নিজের টার্মসে প্রায় সতোরে বছর ধরে ইন্ডাস্ট্রিতে রুল করেছেন । লাইমলাইটে থাকার তাগিদে কোনওদিন কম্প্রোমাইজ় করেননি নিজের শিল্পীসত্ত্বার সঙ্গে ।

2004 সালে মুম্বইয়ে বিখ্যাত পপ তারকা এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে গেছিলেন বিদ্যা । 20 হাজার মানুষের মধ্যে তিনিও ছিলেন একজন । কনসার্ট চলাকালীন একটা কল আসে বিদ্য়ার ফোনে । পরিচালক বিধু বিনোদ চোপড়ার সেই কল বদলে দেয় বিদ্যার জীবন । 'পরিণীতা'-র জন্য সিলেক্টেড হন তিনি । এই খবর পেয়ে কনসার্টের মাঝেই অফুরান কেঁদেছিলেন বিদ্য়া । ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া মেয়েটি যেন সেদিন নিজের এক অন্য পরিচয় খুঁজে পায় ।

Vidya Balan Birth Day
.

সুন্দরী বলতে তথাকথিত ভাবে যে প্য়ারামিটারগুলো প্রচলিত বলিউডে, তার থেকে অনেকটাই আলাদা বিদ্যা । প্রথমদিকে একটু হলেও স্রোতে বয়েছিলেন তিনি...তবে কিছুদিনের মধ্যেই নিজের অপ্রচলিত সৌন্দর্যকে সেলিব্রেট করতে শুরু করেন বিদ্যা । নিজের লুক, পোশাক, শরীরের গঠন, চরিত্র নির্বাচন, সবকিছুর মধ্য়েই তিনি ফুটিয়ে তোলেন নিজস্বতা, যা কেউ কোনওদিন নকল করতে পারবে না ।

সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করার পর কিন্তু থেমে যায়নি বিদ্য়ার ক্যারিয়ার । একটু সিলেক্টিভ চরিত্রে অভিনয় করলেও, তাঁর উত্থানই হয়েছে ক্যারিয়ারে । 'তুমহারি সুলু', 'বেগম জান', 'মিশন মঙ্গল'-এর মতো ছবিতে তিনি মাত করেছেন দর্শককে ।

Vidya Balan Birth Day
.

তবে বিদ্যার ড্রিম রোল কোনটা ? বিভিন্ন সময়ে অভিনেত্রী বলেছেন যে, পরদায় তিনি চার্লি চ্যাপলিনকে ফুটিয়ে তুলতে চান । তিনি যেন তাঁর স্বপ্ন পূরণ করতে পারেন, শুভেচ্ছা রইল । সঙ্গে রইল জন্মদিনের শুভেচ্ছাও । শুভ জন্মদিন বিদ্যা ।

দেখুন ভিডিয়ো

গার্ল ক্রাশ মাধুরী দীক্ষিতকে 'এক দো তিন' গানে নাচতে দেখে মনে মনে অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নেয় মেয়েটি । কিন্তু, গ্ল্যামার দুনিয়ার পিছনে যে একরাশ অন্ধকার থাকে, তখন তা জানত না সে । তিনি বিদ্যা বালান । যাঁর প্রথম টেলিভিশন শো 'লা বেলাস' ও মোহনলালের সঙ্গে করা প্রথম ছবি কোনওদিন মুক্তির আলো দেখেনি । শুধু তাই নয়, ক্যারিয়ারের শুরুতে একের পর এক রিজেকশনের মুখোমুখি হয়েছেন তিনি ।

Vidya Balan Birth Day
.

বিদ্য়া বালান এমন এক নাম, যা দৃঢ়তা, বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের সমার্থক হয়ে দাঁড়িয়েছে । তিনি নিজের টার্মসে প্রায় সতোরে বছর ধরে ইন্ডাস্ট্রিতে রুল করেছেন । লাইমলাইটে থাকার তাগিদে কোনওদিন কম্প্রোমাইজ় করেননি নিজের শিল্পীসত্ত্বার সঙ্গে ।

2004 সালে মুম্বইয়ে বিখ্যাত পপ তারকা এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে গেছিলেন বিদ্যা । 20 হাজার মানুষের মধ্যে তিনিও ছিলেন একজন । কনসার্ট চলাকালীন একটা কল আসে বিদ্য়ার ফোনে । পরিচালক বিধু বিনোদ চোপড়ার সেই কল বদলে দেয় বিদ্যার জীবন । 'পরিণীতা'-র জন্য সিলেক্টেড হন তিনি । এই খবর পেয়ে কনসার্টের মাঝেই অফুরান কেঁদেছিলেন বিদ্য়া । ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া মেয়েটি যেন সেদিন নিজের এক অন্য পরিচয় খুঁজে পায় ।

Vidya Balan Birth Day
.

সুন্দরী বলতে তথাকথিত ভাবে যে প্য়ারামিটারগুলো প্রচলিত বলিউডে, তার থেকে অনেকটাই আলাদা বিদ্যা । প্রথমদিকে একটু হলেও স্রোতে বয়েছিলেন তিনি...তবে কিছুদিনের মধ্যেই নিজের অপ্রচলিত সৌন্দর্যকে সেলিব্রেট করতে শুরু করেন বিদ্যা । নিজের লুক, পোশাক, শরীরের গঠন, চরিত্র নির্বাচন, সবকিছুর মধ্য়েই তিনি ফুটিয়ে তোলেন নিজস্বতা, যা কেউ কোনওদিন নকল করতে পারবে না ।

সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করার পর কিন্তু থেমে যায়নি বিদ্য়ার ক্যারিয়ার । একটু সিলেক্টিভ চরিত্রে অভিনয় করলেও, তাঁর উত্থানই হয়েছে ক্যারিয়ারে । 'তুমহারি সুলু', 'বেগম জান', 'মিশন মঙ্গল'-এর মতো ছবিতে তিনি মাত করেছেন দর্শককে ।

Vidya Balan Birth Day
.

তবে বিদ্যার ড্রিম রোল কোনটা ? বিভিন্ন সময়ে অভিনেত্রী বলেছেন যে, পরদায় তিনি চার্লি চ্যাপলিনকে ফুটিয়ে তুলতে চান । তিনি যেন তাঁর স্বপ্ন পূরণ করতে পারেন, শুভেচ্ছা রইল । সঙ্গে রইল জন্মদিনের শুভেচ্ছাও । শুভ জন্মদিন বিদ্যা ।

দেখুন ভিডিয়ো
Intro:Body:

Birth Day স্পেশাল : সৌন্দর্য ও বুদ্ধিমত্তার মিশেলে 'অন্যরকম' বিদ্যা



গার্ল ক্রাশ মাধুরী দীক্ষিতকে 'এক দো তিন' গানে নাচতে দেখে মনে মনে অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নেয় মেয়েটি । কিন্তু, গ্ল্যামার দুনিয়ার পিছনে যে একরাশ অন্ধকার থাকে, তখন তা জানত না সে । তিনি বিদ্যা বালান । যাঁর প্রথম টেলিভিশন শো 'লা বেলাস' ও মোহনলালের সঙ্গে করা প্রথম ছবি কোনওদিন মুক্তির আলো দেখেনি । শুধু তাই নয়, ক্যারিয়ারের শুরুতে একের পর এক রিজেকশনের মুখোমুখি হয়েছেন তিনি ।



বিদ্য়া বালান এমন এক নাম, যা দৃঢ়তা, বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের সমার্থক হয়ে দাঁড়িয়েছে । তিনি নিজের টার্মসে প্রায় সতোরে বছর ধরে ইন্ডাস্ট্রিতে রুল করেছেন । লাইমলাইটে থাকার তাগিদে কোনওদিন কম্প্রোমাইজ় করেননি নিজের শিল্পীসত্ত্বার সঙ্গে ।



2004 সালে মুম্বইয়ে বিখ্যাত পপ তারকা এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে গেছিলেন বিদ্যা । 20 হাজার মানুষের মধ্যে তিনিও ছিলেন একজন । কনসার্ট চলাকালীন একটা কল আসে বিদ্য়ার ফোনে । পরিচালক বিধু বিনোদ চোপড়ার সেই কল বদলে দেয় বিদ্যার জীবন । 'পরিণীতা'-র জন্য সিলেক্টেড হন তিনি । এই খবর পেয়ে কনসার্টের মাঝেই অফুরান কেঁদেছিলেন বিদ্য়া । ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া মেয়েটি যেন সেদিন নিজের এক অন্য পরিচয় খুঁজে পায় ।



সুন্দরী বলতে তথাকথিত ভাবে যে প্য়ারামিটারগুলো প্রচলিত বলিউডে, তার থেকে অনেকটাই আলাদা বিদ্যা । প্রথমদিকে একটু হলেও স্রোতে বয়েছিলেন তিনি...তবে কিছুদিনের মধ্যেই নিজের অপ্রচলিত সৌন্দর্যকে সেলিব্রেট করতে শুরু করেন বিদ্যা । নিজের লুক, পোশাক, শরীরের গঠন, চরিত্র নির্বাচন, সবকিছুর মধ্য়েই তিনি ফুটিয়ে তোলেন নিজস্বতা, যা কেউ কোনওদিন নকল করতে পারবে না ।



সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করার পর কিন্তু থেমে যায়নি বিদ্য়ার ক্যারিয়ার । একটু সিলেক্টিভ চরিত্রে অভিনয় করলেও, তাঁর উত্থানই হয়েছে ক্যারিয়ারে । 'তুমহারি সুলু', 'বেগম জান', 'মিশন মঙ্গল'-এর মতো ছবিতে তিনি মাত করেছেন দর্শককে ।



তবে বিদ্যার ড্রিম রোল কোনটা ? বিভিন্ন সময়ে অভিনেত্রী বলেছেন যে, পরদায় তিনি চার্লি চ্যাপলিনকে ফুটিয়ে তুলতে চান । তিনি যেন তাঁর স্বপ্ন পূরণ করতে পারেন, শুভেচ্ছা রইল । সঙ্গে রইল জন্মদিনের শুভেচ্ছাও । শুভ জন্মদিন বিদ্যা ।



ETV ভারত সিতারা রিপোর্ট ।   




Conclusion:
Last Updated : Jan 1, 2020, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.