ETV Bharat / sitara

আগে কোনওদিন কেউ কারও জন্য এতটা সমব্যথী হয়নি : অমিতাভ

কোরোনা ভাইরাসের জন্য যা ক্ষতি হওয়ার তা তো হচ্ছেই, কিন্তু তার মাঝেও ভালো কিছুও ঘটছে আমাদের চারপাশে । যেমন সবাই সবার পাশে দাঁড়াচ্ছে, একই যুদ্ধে সামিল হচ্ছে সমস্ত শ্রেণীর মানুষরা, ধর্ম-বর্ণ-গোত্রের কোনও বিভেদ নেই আজ, মানুষ পরিবারকে সময় দিচ্ছে, টাকার পিছনে না দৌড়ে নিজের সৃষ্টিশীলতাকে আবিষ্কার করছে.....এই ভাবনা নিয়ে কলম ধরলেন অমিতাভ ।

amitabh bachchan on corona
amitabh bachchan on corona
author img

By

Published : Apr 14, 2020, 4:08 PM IST

মুম্বই : কোরোনা ভাইরাস নিয়ে যাবতীয় আশঙ্কার মধ্যেও মনুষত্ব ও মানবিকতাকে সেলিব্রেট করলেন অমিতাভ বচ্চন । সেলিব্রেট করলেন তাঁর লেখনীর মধ্যে দিয়ে ।

ইনস্টাগ্রামে নিজের একটি থ্রোব্যাক ছবির সঙ্গে কারেন্ট এক ছবি শেয়ার করে বিগ বি লিখেছেন, "এই অতিমারীর মধ্যেও একটা কথা অস্বীকার করার উপায় নেই যে, বর্ণ-গোত্র-বিশ্বাস, বন্ধু-পরিচিত-অচেনা মানুষ নির্বিশেষে কেউ আগে কোনওদিন কারও জন্য একটা সমব্যথী হয়নি । সবার ঠোঁটে আজ একটাই কথা..সুস্থ থাক, সুরক্ষিত থাক ।"

ছবিটি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । ছাড়িয়েছে প্রায় সাড়ে চার লক্ষ লাইকস । দেখে নিন...

কোরোনা মোকাবিলায় মুক্তহস্তে সাহায্য করছেন অমিতাভ । এক লক্ষ দিনমজুরের দায়িত্ব নিয়েছেন । প্রধানমন্ত্রীর তহবিলে দিয়েছেন অর্থসাহায্য । প্রতিদিন তাঁর বাড়ি থেকে দুস্থ পরিবারগুলোর কাছে পৌঁছে যাচ্ছে খাবার আর প্রয়োজনীয় রেশন ।

মুম্বই : কোরোনা ভাইরাস নিয়ে যাবতীয় আশঙ্কার মধ্যেও মনুষত্ব ও মানবিকতাকে সেলিব্রেট করলেন অমিতাভ বচ্চন । সেলিব্রেট করলেন তাঁর লেখনীর মধ্যে দিয়ে ।

ইনস্টাগ্রামে নিজের একটি থ্রোব্যাক ছবির সঙ্গে কারেন্ট এক ছবি শেয়ার করে বিগ বি লিখেছেন, "এই অতিমারীর মধ্যেও একটা কথা অস্বীকার করার উপায় নেই যে, বর্ণ-গোত্র-বিশ্বাস, বন্ধু-পরিচিত-অচেনা মানুষ নির্বিশেষে কেউ আগে কোনওদিন কারও জন্য একটা সমব্যথী হয়নি । সবার ঠোঁটে আজ একটাই কথা..সুস্থ থাক, সুরক্ষিত থাক ।"

ছবিটি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । ছাড়িয়েছে প্রায় সাড়ে চার লক্ষ লাইকস । দেখে নিন...

কোরোনা মোকাবিলায় মুক্তহস্তে সাহায্য করছেন অমিতাভ । এক লক্ষ দিনমজুরের দায়িত্ব নিয়েছেন । প্রধানমন্ত্রীর তহবিলে দিয়েছেন অর্থসাহায্য । প্রতিদিন তাঁর বাড়ি থেকে দুস্থ পরিবারগুলোর কাছে পৌঁছে যাচ্ছে খাবার আর প্রয়োজনীয় রেশন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.