ETV Bharat / sitara

বউমা-নাতনি কোরোনা মুক্ত, চোখের জল ধরে রাখতে পারলেন না অমিতাভ - অমিতাভ বচ্চনের কোরোনা

নেগেটিভ এসেছে আরাধ্যা ও ঐশ্বরিয়া রাই বচ্চনের কোরোনার রিপোর্ট । হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে তাঁদের । এই খবরে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন । চোখের জল ধরে রাখতে পারছেন না তিনি ।

Amitabh bachcan on Aishwrya rai bachchan
Amitabh bachcan on Aishwrya rai bachchan
author img

By

Published : Jul 28, 2020, 8:16 AM IST

মুম্বই : এখন কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস বচ্চন পরিবারে । কারণ বেশ কয়েকদিন ধরে চিকিৎসার পর আপাতত কোরোনা মুক্ত আরাধ্যা ও ঐশ্বরিয়া রাই বচ্চন । মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ঐশ্বরিয়া । এই খবরে খুবই খুশি অমিতাভ ।

টুইটারে একটি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা । লিখেছেন,. "আমি আমার চোখের জল ধরে রাখতে পারছি না । আমার নাতনি আর বউমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ।"

ডাক্তার আর অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বারংবার ধন্যবাদ জানিয়েছেন অমিতাভ । কোরোনায় আক্রান্ত হওয়ার পর নয়, তার অনেক আগে থেকেই ডাক্তারদের কাজে মুগ্ধ ছিলেন তিনি । এবার এই ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল অভিনেতার ।

তবে ঈশ্বরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি অমিতাভ । লিখেছেন, "হে ঈশ্বর, তোমার অসীম কৃপা ।" দেখে নিন টুইট...

  • T 3607 - T 3607 - अपनी छोटी बिटिया , और बहुरानी को ,अस्पताल से मुक्ति मिलने पर ; मैं रोक ना पाया अपने आंसू 🙏
    प्रभु तेरी कृपा अपार , अपरम्पार 🙏🙏

    — Amitabh Bachchan (@SrBachchan) July 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অমিতাভ । ভালোই রয়েছেন তিনি । এখন আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে ।

মুম্বই : এখন কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস বচ্চন পরিবারে । কারণ বেশ কয়েকদিন ধরে চিকিৎসার পর আপাতত কোরোনা মুক্ত আরাধ্যা ও ঐশ্বরিয়া রাই বচ্চন । মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ঐশ্বরিয়া । এই খবরে খুবই খুশি অমিতাভ ।

টুইটারে একটি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা । লিখেছেন,. "আমি আমার চোখের জল ধরে রাখতে পারছি না । আমার নাতনি আর বউমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ।"

ডাক্তার আর অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বারংবার ধন্যবাদ জানিয়েছেন অমিতাভ । কোরোনায় আক্রান্ত হওয়ার পর নয়, তার অনেক আগে থেকেই ডাক্তারদের কাজে মুগ্ধ ছিলেন তিনি । এবার এই ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল অভিনেতার ।

তবে ঈশ্বরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি অমিতাভ । লিখেছেন, "হে ঈশ্বর, তোমার অসীম কৃপা ।" দেখে নিন টুইট...

  • T 3607 - T 3607 - अपनी छोटी बिटिया , और बहुरानी को ,अस्पताल से मुक्ति मिलने पर ; मैं रोक ना पाया अपने आंसू 🙏
    प्रभु तेरी कृपा अपार , अपरम्पार 🙏🙏

    — Amitabh Bachchan (@SrBachchan) July 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অমিতাভ । ভালোই রয়েছেন তিনি । এখন আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.