ETV Bharat / sitara

লকডাউন উঠলে অবস্থা হবে খাঁচায় বন্দী পশুর মতো, তুলনায় অমিতাভ

অমিতাভ লেখেন, "কোনও পশুকে বছরের পর বছর খাঁচায় বন্দী রেখে তারপর একদিন দরজা খুলে দিলে তার কী প্রতিক্রিয়া হয়...সে দরজার বাইরে তাকিয়ে থাকে এবং বাইরে বের হতে দ্বিধাবোধ করে ..আর হতভম্ব দৃষ্টিতে খাঁচার রক্ষীর দিকে তাকিয়ে থাকে ...বলতে চায়, আমি কি সত্যি যেতে পারি ?"

sdf
ds
author img

By

Published : Apr 18, 2020, 4:46 PM IST

মুম্বই : বছরের পর বছর বন্দী থাকার পর হঠাৎ একদিন খাঁচা খুলে দিলে বাইরে বের হতে ইতস্তত বোধ করে পশু-পাখিরাও । একটু অবাক হয় । আর হতভম্ব হয়ে চেয়ে থাকে খাঁচার রক্ষীর দিকে । যেন বলতে চায়-"আমি কি সত্যি বাইরে বের হতে পারি" । লকডাউন উঠলে আমাদের অবস্থাও অনেকটা এরকম হতে চলেছে বলে মনে করছেন অমিতাভ বচ্চন ।

ব্লগে পোস্ট করে তিনি লেখেন, "যত দিন যাচ্ছে ওয়ার্ক ফ্রম হোম তত ফলপ্রসূ বলে প্রমাণিত হচ্ছে । যখন সেদিন আসবে...যখন দরজা খুলে যাবে...তখন বাইরে বের হবেন কি হবেন না তা ভেবে অনেকেই ইতস্তত বোধ করবে । কোনও পশুকে বছরের পর বছর খাঁচায় বন্দী রেখে তারপর একদিন দরজা খুলে দিলে তার কী প্রতিক্রিয়া হয়...সে দরজার বাইরে তাকিয়ে থাকে এবং বাইরে বের হতে দ্বিধাবোধ করে ..আর হতভম্ব দৃষ্টিতে খাঁচার রক্ষীর দিকে তাকিয়ে থাকে ...বলতে চায়, আমি কি সত্যি যেতে পারি ?"

শুধু ব্লগেই নয় । মজাদার টুইটও করেছেন তিনি । হিন্দিতে লিখেছেন, "এখন কেউ ফোন করলে তোমার যদি তার সঙ্গে কথা বলতে ইচ্ছা না করে তবে কাউকে দিয়ে "সাহেব ঘরে নেই" বলিয়ে তা এড়িয়ে যেতে পারবে না।"

  • T 3405 - .... अच्छा , एक और बात तय है , इन दिनों ... जब फ़ोन आए , तो ये भी नहीं कहा जा सकता की ' साहेब घर में नहीं है ' !!!😜 pic.twitter.com/NisaBoIO6p

    — Amitabh Bachchan (@SrBachchan) April 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকডাউনের জেরে শুটিং বন্ধ । গৃহবন্দী তারকারা । অন্যদের মতো ঘরেই রয়েছেন বিগ বিও । আর প্রায় প্রতিদিন কোনও না কোনও টুইট করে চলেছেন । সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি মজাদার টুইটও করেন তিনি । ইতিমদ্যেই ঘরে থাকার বার্তা দিয়ে কয়েকজনের সঙ্গে মিলে 'ফ্যামিলি' নামে একটি শর্ট ফিল্মও তৈরি করেছেন ।

মুম্বই : বছরের পর বছর বন্দী থাকার পর হঠাৎ একদিন খাঁচা খুলে দিলে বাইরে বের হতে ইতস্তত বোধ করে পশু-পাখিরাও । একটু অবাক হয় । আর হতভম্ব হয়ে চেয়ে থাকে খাঁচার রক্ষীর দিকে । যেন বলতে চায়-"আমি কি সত্যি বাইরে বের হতে পারি" । লকডাউন উঠলে আমাদের অবস্থাও অনেকটা এরকম হতে চলেছে বলে মনে করছেন অমিতাভ বচ্চন ।

ব্লগে পোস্ট করে তিনি লেখেন, "যত দিন যাচ্ছে ওয়ার্ক ফ্রম হোম তত ফলপ্রসূ বলে প্রমাণিত হচ্ছে । যখন সেদিন আসবে...যখন দরজা খুলে যাবে...তখন বাইরে বের হবেন কি হবেন না তা ভেবে অনেকেই ইতস্তত বোধ করবে । কোনও পশুকে বছরের পর বছর খাঁচায় বন্দী রেখে তারপর একদিন দরজা খুলে দিলে তার কী প্রতিক্রিয়া হয়...সে দরজার বাইরে তাকিয়ে থাকে এবং বাইরে বের হতে দ্বিধাবোধ করে ..আর হতভম্ব দৃষ্টিতে খাঁচার রক্ষীর দিকে তাকিয়ে থাকে ...বলতে চায়, আমি কি সত্যি যেতে পারি ?"

শুধু ব্লগেই নয় । মজাদার টুইটও করেছেন তিনি । হিন্দিতে লিখেছেন, "এখন কেউ ফোন করলে তোমার যদি তার সঙ্গে কথা বলতে ইচ্ছা না করে তবে কাউকে দিয়ে "সাহেব ঘরে নেই" বলিয়ে তা এড়িয়ে যেতে পারবে না।"

  • T 3405 - .... अच्छा , एक और बात तय है , इन दिनों ... जब फ़ोन आए , तो ये भी नहीं कहा जा सकता की ' साहेब घर में नहीं है ' !!!😜 pic.twitter.com/NisaBoIO6p

    — Amitabh Bachchan (@SrBachchan) April 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকডাউনের জেরে শুটিং বন্ধ । গৃহবন্দী তারকারা । অন্যদের মতো ঘরেই রয়েছেন বিগ বিও । আর প্রায় প্রতিদিন কোনও না কোনও টুইট করে চলেছেন । সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি মজাদার টুইটও করেন তিনি । ইতিমদ্যেই ঘরে থাকার বার্তা দিয়ে কয়েকজনের সঙ্গে মিলে 'ফ্যামিলি' নামে একটি শর্ট ফিল্মও তৈরি করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.