মুম্বই : অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে ভূমি পেদনেকরের 'দুর্গামতী' । রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হরর থ্রিলার এটি । ছবিতে ভূমিকে দেখা গেছে দুটি চরিত্রে । প্রথমটি সাধারণ মানুষের চরিত্রে এবং অন্যটি এক অতৃপ্ত আত্মার চরিত্রে, সোজা কথায় ভূতের চরিত্রে ।
যদিও সমালোচকরা বলেছেন যে, এমন হরর থ্রিলারের জন্য সিনেমা হলই উপযুক্ত, সেখানে ছবির ভূতুড়ে এলিমেন্টগুলো আরও বেশি করে অনুভব করা যায়, তবে ভূমির কাছে কিন্তু এই OTT রিলিজ় একটা আশীর্বাদের মতো ।
তিনি বললেন, "খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা । এমন সময় যদি 200 টি দেশের মানুষ বাড়িতে বসেই বিনোদনের আনন্দ উপভোগ করতে পারেন, তার চেয়ে ভালো আর কী হতে পারে ? একজন অভিনেতার কাজই তো সেটা । তাই আমি কৃতজ্ঞ, OTT রিলিজ়টা আমাদের কাছে আশীর্বাদের মতো ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
নারীকেন্দ্রিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে পেরে ভূমির খুব ভালো লাগছে । আর এমন ছবি বানানোর জন্য অক্ষয় কুমার বা বিক্রম মালহোত্রর মতো মানুষদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী, কারণ তাঁরাই তো এই ছবির প্রযোজনা করেছেন ।
জি. অশোকের পরিচালনায় মুক্তি পেয়েছে 'দুর্গামতী' । এখনও অবধি ফিল্ম ক্রিটিকদের রিভিউতে খুব বেশি নম্বর পায়নি এই হরর থ্রিলার ।