মুম্বই : সবাই লকডাউনের সময়টাকে কিছু না কিছু শেখার কাজে ব্যবহার করছেন । কেউ গিটার শিখছেন তো কেউ আঁকা, কেউ রান্না শিখছেন তো কেউ গার্ডেনিং । মাটি ছাড়া গার্ডেনিং শিখছেন ভূমি পেদনেকর । ANI-কে জানালেন অভিনেত্রী ।
মাটি ছাড়া এই গার্ডেনিংয়ের পদ্ধতিকে বলে হাইড্রোপনিক্স ফার্মিং । ভূমি বললেন, "আমি আর মা সবসময় চাইতাম যে, আমাদের একটা হাইড্রোপনিক্স গার্ডেন থাকুক নিজেদের জন্য । সেখানে আমরা আমাদের নিজেদের জন্য ফল-সবজি উৎপাদন করব । একটা সাস্টেনেবল জীবন হবে । "
অভিনেত্রী আরও বললেন, "এই কোয়ারেন্টাইনে আমি হাইড্রোপনিক্স ফার্মিংয়ের বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি । বোঝার চেষ্টা করছি যে পরিবেশ রক্ষা বলতে আসলে কী বোঝায় । মায়ের সঙ্গে প্রতিদিন সময় কাটাচ্ছি । আমাদের বাগান এখন সপ্তাহের মধ্যে দু'দিনের খাবার যোগান দিতে পারবে ।"
পরিবেশ রক্ষায় 'ক্লাইমেট ওয়ারিয়র' নামে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার অন্য়তম উদ্যোক্তা ভূমি । দেশজুড়ে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন ভূমি পেদনেকর । এছাড়াও সোশাল মিডিয়ার মাধ্যমে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী ।