মুম্বই : নিজের 'গেন্দা ফুল' গানে 'বড়লোকের বিটি লো' লোকগানটির একটা অংশ ব্যবহার করেছেন বাদশা । তবে তার জন্য কোনও স্বীকৃতি দেননি তিনি এই বিখ্যাত বাংলা লোকগীতির স্রষ্টা রতন কাহারকে । বাদশা জানিয়েছিলেন যে, তিনি জানতেন না এই লোকগানের স্বষ্টা কে । তবে নিজের ভুল শুধরোতে যাবতীয় পদক্ষেপ নিতে রাজি এই ব়্যাপার । ভিডিয়ো কলের মাধ্যমে রতন কাহারের সঙ্গে যোগাযোগ করলেন তিনি । জানা যাচ্ছে IANS সূত্রে ।
বাদশা শুক্রবার রাতে যোগাযোগ করেন কাহারের সঙ্গে । জানান যে, লকডাউন শেষ হয়ে গেলেই তিনি দেখা করবেন সিউরির বাসিন্দা কাহারের সঙ্গে । এটাও জানা যাচ্ছে যে, ফোনে কাহারের ব্যাঙ্ক ডিটেলও নেওয়া হয়েছে বাদশার টিমের তরফ থেকে । পরিচিতির সঙ্গে রতনকে উপযুক্ত আর্থিক স্বীকৃতিও দেওয়া হবে, প্রতিশ্রুতি দিয়েছেন বাদশা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বাদশার টিমের তরফ থেকে দীপঙ্কর রায় এক বাংলা সংবাদপত্রকে জানিয়েছেন, "মিউজ়িক ভিডিয়োটি রিলিজ় হয়ে গেছে ঠিকই, তবে সেটিকে পুনরায় এডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কো-লিরিসিস্ট হিসেবে সেখানে রতন কাহারের নাম থাকবে । বাদশার সঙ্গে এই নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে আমার ।"
রতন কাহার IANS-কে জানিয়েছিলেন যে, তিনি বাদশার কাছ থেকে অর্থ সাহায্য আশা করেন । দারিদ্র তাঁর নিত্যদিনের সঙ্গী । রতন কাহারের সমস্ত চাহিদা মেনে নিতে রাজি হয়েছেন বাদশা, একথা তিনি নিজেই জানিয়েছিলেন ।
সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে বাদশার 'গেন্দা ফুল' । ভিডিয়োটিতে বাদশার সঙ্গে দেখা গেছে জ্যাকলিন ফার্নান্ডেজ়কে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">