মুম্বই : তাহিরা কাশ্যপের জন্মদিনে আয়ুষ্মান খুরানা কোনও পোস্ট করবেন না তা আবার হয় নাকি ! স্ত্রীয়ের জন্মদিনে প্রতিবার আয়ুষ্মান মন ছুঁয়ে যাওয়া কিছু কথা লেখেন । এবারও তার অন্যথা হল না ।
2001 সালে প্রথমবারের জন্য তাহিরার জন্মদিনের পার্টিতে যোগ দেন আয়ুষ্মান । সেই প্রথম তাঁর বাবা তাঁকে গাড়ি ব্যবহার করতে দিয়েছিলেন । আর সব বন্ধুদের মধ্যে তাহিরা কিন্তু আয়ুষ্মানের গাড়িতেই উঠে বসেছিলেন ।
সেদিনের সেই থ্রিল আজও অনুভব করেন আয়ুষ্মান । সবার মধ্যে তাহিরা তাঁকে বেছে নিয়েছিলেন বলে নিজেকে ধন্য মনে করেন অভিনেতা, এখনও । 'বেস্ট হিউম্যান' তাহিরাকে এভাবে নস্ট্যালজিয়ায় মোড়া জন্মদিন উপহার দিলেন খুরানা ।
সঙ্গে দু'টো ছবিও শেয়ার করেছেন তিনি । একটি ছবি লেটেস্ট আর অন্য ছবিটি পুরোনো । তাহিরার অনুমতি ছাড়া তাঁর ছবি পোস্ট করে ছোট্ট করে ক্ষমাও চেয়ে নিয়েছেন আয়ুষ্মান ।
দেখে নিন তাঁর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">