ETV Bharat / sitara

আমিরের থেকে কী শিখেছেন তা জানালেন আয়ুষ্মান - আয়ুষ্মান খুরানা

অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরুর আগে একবার আমিরের সাক্ষাৎকার নিয়েছিলেন আয়ুষ্মান । তখন তাঁকে অভিনয় সংক্রান্ত একটা 'শিক্ষা' দিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট । তা এখনও নিজের মনের মধ্যে গেঁথে রেখেছেন বলে জানান আয়ুষ্মান ।

েি
ে্ি
author img

By

Published : Jun 25, 2020, 9:16 AM IST

মুম্বই : আমির খানের বড় ভক্ত হলেন আয়ুষ্মান খুরানা । তাঁদের দু'জনের মধ্যে বেশ কিছু মিলও রয়েছে । তার মধ্যে অন্যতম হল ছবি বাছাই ও বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপিরিমেন্ট করা । অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরুর আগে একবার আমিরের সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি । তখন তাঁকে অভিনয় সংক্রান্ত একটা 'শিক্ষা' দিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট । তা এখনও নিজের মনের মধ্যে গেঁথে রেখেছেন বলে জানান আয়ুষ্মান ।

আয়ুষ্মানের হিট ছবি 'শুভ মঙ্গল সাবধান'। এটি দক্ষিণী 'কল্যাণা সামায়াল সাধম'-এর রিমেক । তবে এই ছবির শুটিং শুরুর আগে আসল ছবি দেখেননি আয়ুষ্মান । এমনকী, ছবি মুক্তির পর এখনও পর্যন্ত ওই দক্ষিণী ছবিটি দেখেননি তিনি । কিন্তু, কেন ? এর উত্তরে বলেন, "আমি চিত্রনাট্যর উপর ভরসা রাখি । কেউ যদি আমার কাছে রিমেকের প্রস্তাব নিয়ে আসেন, তা হলে মূল ছবিটি না দেখে স্ক্রিপ্ট চাই । আবেগ, চরিত্রের অনুভূতি এগুলো অনুবাদ করা যায় না । এমনকী, আসল ছবিটি দেখলে ওই ছবির অভিনেতার থেকে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে । তখন নিজস্ব ভাবগুলো স্ক্রিনে ফুটিয়ে তুলতে সমস্যা হয় । তাই আমি শুধু স্ক্রিপ্ট পড়ি আর অভিনয়ের প্রস্তুতি নিই ।"

আসলে এই শিক্ষা আমিরের থেকেই পেয়েছিলেন আয়ুষ্মান । অভিনয় জগতে পা দেওয়ার আগে সঞ্চালনা করতেন তিনি । ওই সময় মুক্তি পায় আমিরের 'গজনি'। তখন আমিরের সাক্ষাৎকার নেন আয়ুষ্মান । সেখানে তাঁকে জিজ্ঞাসা করেছিলেন 'এই ছবিটা কীভাবে আসল ছবির থেকে আলাদা হল ?' তখন আমির তাঁকে বলেন, "আমি আসল ছবিটি দেখিনি ! শুধুমাত্র স্ক্রিপ্ট পড়েছিলাম । সেটা পছন্দ হয়েছিল । তারপরই অভিনয়ের জন্য প্রস্তুতি নিই ।" এই কথা তাঁর মন ছুঁয়ে যায় । তারপর থেকে এখনও পর্যন্ত বিষয়টি মেনে চলছেন তিনি ।

মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে আয়ুষ্মানের 'গুলাবো সিতাবো'। সেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । ছবিটি পরিচালনা করেছেন সুজিত সরকার । প্রথমে এই ছবি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু, লকডাউনের জেরে হল বন্ধ থাকায় তা মুক্তি পায় ডিজিটাল প্ল্যাটফর্মে । 12 জুন অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পায় ছবিটি ।

মুম্বই : আমির খানের বড় ভক্ত হলেন আয়ুষ্মান খুরানা । তাঁদের দু'জনের মধ্যে বেশ কিছু মিলও রয়েছে । তার মধ্যে অন্যতম হল ছবি বাছাই ও বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপিরিমেন্ট করা । অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরুর আগে একবার আমিরের সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি । তখন তাঁকে অভিনয় সংক্রান্ত একটা 'শিক্ষা' দিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট । তা এখনও নিজের মনের মধ্যে গেঁথে রেখেছেন বলে জানান আয়ুষ্মান ।

আয়ুষ্মানের হিট ছবি 'শুভ মঙ্গল সাবধান'। এটি দক্ষিণী 'কল্যাণা সামায়াল সাধম'-এর রিমেক । তবে এই ছবির শুটিং শুরুর আগে আসল ছবি দেখেননি আয়ুষ্মান । এমনকী, ছবি মুক্তির পর এখনও পর্যন্ত ওই দক্ষিণী ছবিটি দেখেননি তিনি । কিন্তু, কেন ? এর উত্তরে বলেন, "আমি চিত্রনাট্যর উপর ভরসা রাখি । কেউ যদি আমার কাছে রিমেকের প্রস্তাব নিয়ে আসেন, তা হলে মূল ছবিটি না দেখে স্ক্রিপ্ট চাই । আবেগ, চরিত্রের অনুভূতি এগুলো অনুবাদ করা যায় না । এমনকী, আসল ছবিটি দেখলে ওই ছবির অভিনেতার থেকে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে । তখন নিজস্ব ভাবগুলো স্ক্রিনে ফুটিয়ে তুলতে সমস্যা হয় । তাই আমি শুধু স্ক্রিপ্ট পড়ি আর অভিনয়ের প্রস্তুতি নিই ।"

আসলে এই শিক্ষা আমিরের থেকেই পেয়েছিলেন আয়ুষ্মান । অভিনয় জগতে পা দেওয়ার আগে সঞ্চালনা করতেন তিনি । ওই সময় মুক্তি পায় আমিরের 'গজনি'। তখন আমিরের সাক্ষাৎকার নেন আয়ুষ্মান । সেখানে তাঁকে জিজ্ঞাসা করেছিলেন 'এই ছবিটা কীভাবে আসল ছবির থেকে আলাদা হল ?' তখন আমির তাঁকে বলেন, "আমি আসল ছবিটি দেখিনি ! শুধুমাত্র স্ক্রিপ্ট পড়েছিলাম । সেটা পছন্দ হয়েছিল । তারপরই অভিনয়ের জন্য প্রস্তুতি নিই ।" এই কথা তাঁর মন ছুঁয়ে যায় । তারপর থেকে এখনও পর্যন্ত বিষয়টি মেনে চলছেন তিনি ।

মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে আয়ুষ্মানের 'গুলাবো সিতাবো'। সেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । ছবিটি পরিচালনা করেছেন সুজিত সরকার । প্রথমে এই ছবি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু, লকডাউনের জেরে হল বন্ধ থাকায় তা মুক্তি পায় ডিজিটাল প্ল্যাটফর্মে । 12 জুন অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পায় ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.