ETV Bharat / sitara

এবার অ্যাথলিটের চরিত্রে আয়ুষ্মান - আয়ুষ্মান খুরানার ফিল্ম

আয়ুষ্মান খুরানাকে এবার দেখা যাবে একেবারে অন্যধরনের চরিত্রে । ক্রস ফাংশনাল অ্যাথলিটের ভূমিকায় অভিনয় করবেন তিনি । এই ক্রস ফাংনাল অ্যাথলিট ব্যাপারটা কী ? এমন একজন খেলোয়াড়, যিনি একাধিক স্পোর্টসে পারদর্শী ।

Ayushmann khurrana new film
Ayushmann khurrana new film
author img

By

Published : Jul 29, 2020, 10:30 AM IST

মুম্বই : বেশ কয়েকবছর ধরে একের পর এক হিট ছবি দিয়েছেন আয়ুষ্মান । প্রায় সব ছবিতেই কোনও না কোনও সামাজিক ট্যাবুকে অ্যাড্রেস করেছেন অভিনেতা, ভাঙতে চেয়েছেন মানুষের মানসিক সীমাবদ্ধতাগুলোকে । তবে এবার স্পোর্টস ড্রামায় একজন অ্যাথলিটের ভূমিকায় দেখা যাবে তাঁকে, ক্যারিয়ারে এই প্রথমবার ।

পরিচালক অভিষেক কাপুরের রোম্যান্টিক ছবিতে স্পোর্টসম্যান আয়ুষ্মান । ছবির শুটিং শুরু হবে এই অক্টোবরেই । জানা যাচ্ছে IANS সূত্রে ।

অভিষেক জানিয়েছেন, "এই সিনেমাটা আয়ুষ্মান আর আমার জন্য খুবই স্পেশাল । আমরা চাই সবাই দল বেঁধে থিয়েটারে গিয়ে দেখুক ছবিটা । আর সেই জন্য আমরা সবরকমের চেষ্টা করব, নিজেদের সেরাটা দেব ।"

আয়ুষ্মানও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন । বলেছেন, "অভিষেকের সিনেমার ভাষাটা আলাদা । এই প্রোজেক্টের মাধ্যমে আমরা এক হতে পেরেছি, তাই ভালো লাগছে । পুরো পরিবারের সঙ্গে দেখার মতো ছবি এটি । একটা প্রোগ্রেসিভ লাভস্টোরি, যেটা সবার মন ছুঁয়ে যাবে ।"

এই ছবিতে আয়ুষ্মানের কিছু শারীরিক পরিবর্তনও দেখা যাবে । অ্যাথলিট বলে কথা ! এর আগে নাকি তাঁকে এমন রূপে দেখা যায়নি ।

আগামী বছর অর্থাৎ 2021 সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা এই ফিল্মের । চূড়ান্ত হয়নি সিনেমার নাম ।

মুম্বই : বেশ কয়েকবছর ধরে একের পর এক হিট ছবি দিয়েছেন আয়ুষ্মান । প্রায় সব ছবিতেই কোনও না কোনও সামাজিক ট্যাবুকে অ্যাড্রেস করেছেন অভিনেতা, ভাঙতে চেয়েছেন মানুষের মানসিক সীমাবদ্ধতাগুলোকে । তবে এবার স্পোর্টস ড্রামায় একজন অ্যাথলিটের ভূমিকায় দেখা যাবে তাঁকে, ক্যারিয়ারে এই প্রথমবার ।

পরিচালক অভিষেক কাপুরের রোম্যান্টিক ছবিতে স্পোর্টসম্যান আয়ুষ্মান । ছবির শুটিং শুরু হবে এই অক্টোবরেই । জানা যাচ্ছে IANS সূত্রে ।

অভিষেক জানিয়েছেন, "এই সিনেমাটা আয়ুষ্মান আর আমার জন্য খুবই স্পেশাল । আমরা চাই সবাই দল বেঁধে থিয়েটারে গিয়ে দেখুক ছবিটা । আর সেই জন্য আমরা সবরকমের চেষ্টা করব, নিজেদের সেরাটা দেব ।"

আয়ুষ্মানও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন । বলেছেন, "অভিষেকের সিনেমার ভাষাটা আলাদা । এই প্রোজেক্টের মাধ্যমে আমরা এক হতে পেরেছি, তাই ভালো লাগছে । পুরো পরিবারের সঙ্গে দেখার মতো ছবি এটি । একটা প্রোগ্রেসিভ লাভস্টোরি, যেটা সবার মন ছুঁয়ে যাবে ।"

এই ছবিতে আয়ুষ্মানের কিছু শারীরিক পরিবর্তনও দেখা যাবে । অ্যাথলিট বলে কথা ! এর আগে নাকি তাঁকে এমন রূপে দেখা যায়নি ।

আগামী বছর অর্থাৎ 2021 সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা এই ফিল্মের । চূড়ান্ত হয়নি সিনেমার নাম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.