ETV Bharat / sitara

10 বছর পর পরিবারের সঙ্গে নতুন বছর পালন আয়ুষ্মানের - আয়ুষ্মানের নতুন বছর পালনের পরিকল্পনা

'চণ্ডীগড় করে আশিকি'-র শুটিংয়ের জন্য এই মুহূর্তে চণ্ডীগড়ে রয়েছেন আয়ুষ্মান খুরানা । আর সেই কারণেই এবার নতুন বছর পরিবারের সঙ্গেই কাটাবেন বলে ঠিক করেছেন তিনি ।

sf
sdf
author img

By

Published : Dec 20, 2020, 12:08 PM IST

চণ্ডীগড় : শুটিংয়ের ব্যস্ততার জন্য মুম্বই থেকে চণ্ডীগড়ে নিজের বাড়িতে তেমনভাবে যাওয়ার সুযোগ পান না আয়ুষ্মান খুরানা । তাই প্রায় 10 বছর হয়ে গিয়েছে পরিবারের সঙ্গে নতুন বছর পালনের সুযোগও পাননি । তবে এখন একটি ছবির শুটিংয়ের জন্য চণ্ডীগড়েই রয়েছেন তিনি । আর তাই এবার পরিবারের সঙ্গেই 2021 সালকে স্বাগত জানাবেন বলে ঠিক করেছেন অভিনেতা ।

চণ্ডীগড়ে আপকামিং ছবি 'চণ্ডীগড় করে আশিকি'-র শুটিং করছেন আয়ুষ্মান । কিন্তু, চণ্ডীগড়ে থাকলেও এই মুহূর্তে বাড়ি ছেড়ে হোটেলে রয়েছেন তিনি । সৌজন্যে কোরোনাভাইরাস । আসলে কোরোনা পরিস্থিতির মধ্যে পরিবারের সদস্যদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেন তিনি । তবে এত বছর পর যখন নতুন বছরকে স্বাগত জানানোলর সময় চণ্ডীগড়ে থাকার সুযোগ পেয়েছেন, তখন সেই দিনটা পরিবারের সঙ্গেই কাটাবেন বলে ঠিক করেছেন ।

এ প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, "প্রায় 10 বছর হয়ে গিয়েছে চণ্ডীগড়ে পরিবারের সঙ্গে নতুন বছর পালন করিনি । এবছর যদি সবার সঙ্গে নতুন বছর পালন করতে পারি তাহলে নিজেকে ভাগ্যবান বলে মনে করব । এটা আমার কাছে অমূল্য ।"

লকডাউন শুরু হওয়ার আগে শুটিং বন্ধ হওয়ার পরই চণ্ডীগড়ে পরিবারের কাছে চলে গিয়েছিলেন আয়ুষ্মান । এখনও রয়েছেন সেখানেই । একসঙ্গে অনেকগুলি দিন পরিবারের সঙ্গে কাটাতে পেরে খুবই খুশি তিনি । বলেন, "এতটা সময় পরিবারের সঙ্গে কাটিয়ে খুবই ভালো লাগছে । এই সময় পরিবারের পাশাপাশি স্কুল ও কলেজের পুরোনো বন্ধু ও শিক্ষকদের সঙ্গেও দেখা করার সুযোগ পেয়েছি । এটা দারুণ বিষয় ।"

অন্যদিকে পরিবারের সঙ্গে এত বছর পর নতুন বছর পালনের সুযোগ পাবেন এতে খুবই খুশি আয়ুষ্মান । এ প্রসঙ্গে তিনি বলেন, "শীঘ্রই শুটিং শেষ করব । তারপর কোরোনা পরীক্ষা করানোর মতো সময় থাকবে । আশাকরি তার মধ্যে রিপোর্টও হাতে চলে আসবে । এরপর পরিবারের সঙ্গে সময় কাটাব । কারণ শুটিংয়ের জন্য এতদিন বাড়িতে যেতে পারিনি । এখন শুধু নতুন বছরের অপেক্ষায় রয়েছি ।"

'চণ্ডীগড় করে আশিকি'-তে আয়ুষ্মানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বাণী কাপুরকে । ছবিটি পরিচালনা করছেন অভিষেক কাপুর ।

চণ্ডীগড় : শুটিংয়ের ব্যস্ততার জন্য মুম্বই থেকে চণ্ডীগড়ে নিজের বাড়িতে তেমনভাবে যাওয়ার সুযোগ পান না আয়ুষ্মান খুরানা । তাই প্রায় 10 বছর হয়ে গিয়েছে পরিবারের সঙ্গে নতুন বছর পালনের সুযোগও পাননি । তবে এখন একটি ছবির শুটিংয়ের জন্য চণ্ডীগড়েই রয়েছেন তিনি । আর তাই এবার পরিবারের সঙ্গেই 2021 সালকে স্বাগত জানাবেন বলে ঠিক করেছেন অভিনেতা ।

চণ্ডীগড়ে আপকামিং ছবি 'চণ্ডীগড় করে আশিকি'-র শুটিং করছেন আয়ুষ্মান । কিন্তু, চণ্ডীগড়ে থাকলেও এই মুহূর্তে বাড়ি ছেড়ে হোটেলে রয়েছেন তিনি । সৌজন্যে কোরোনাভাইরাস । আসলে কোরোনা পরিস্থিতির মধ্যে পরিবারের সদস্যদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেন তিনি । তবে এত বছর পর যখন নতুন বছরকে স্বাগত জানানোলর সময় চণ্ডীগড়ে থাকার সুযোগ পেয়েছেন, তখন সেই দিনটা পরিবারের সঙ্গেই কাটাবেন বলে ঠিক করেছেন ।

এ প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, "প্রায় 10 বছর হয়ে গিয়েছে চণ্ডীগড়ে পরিবারের সঙ্গে নতুন বছর পালন করিনি । এবছর যদি সবার সঙ্গে নতুন বছর পালন করতে পারি তাহলে নিজেকে ভাগ্যবান বলে মনে করব । এটা আমার কাছে অমূল্য ।"

লকডাউন শুরু হওয়ার আগে শুটিং বন্ধ হওয়ার পরই চণ্ডীগড়ে পরিবারের কাছে চলে গিয়েছিলেন আয়ুষ্মান । এখনও রয়েছেন সেখানেই । একসঙ্গে অনেকগুলি দিন পরিবারের সঙ্গে কাটাতে পেরে খুবই খুশি তিনি । বলেন, "এতটা সময় পরিবারের সঙ্গে কাটিয়ে খুবই ভালো লাগছে । এই সময় পরিবারের পাশাপাশি স্কুল ও কলেজের পুরোনো বন্ধু ও শিক্ষকদের সঙ্গেও দেখা করার সুযোগ পেয়েছি । এটা দারুণ বিষয় ।"

অন্যদিকে পরিবারের সঙ্গে এত বছর পর নতুন বছর পালনের সুযোগ পাবেন এতে খুবই খুশি আয়ুষ্মান । এ প্রসঙ্গে তিনি বলেন, "শীঘ্রই শুটিং শেষ করব । তারপর কোরোনা পরীক্ষা করানোর মতো সময় থাকবে । আশাকরি তার মধ্যে রিপোর্টও হাতে চলে আসবে । এরপর পরিবারের সঙ্গে সময় কাটাব । কারণ শুটিংয়ের জন্য এতদিন বাড়িতে যেতে পারিনি । এখন শুধু নতুন বছরের অপেক্ষায় রয়েছি ।"

'চণ্ডীগড় করে আশিকি'-তে আয়ুষ্মানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বাণী কাপুরকে । ছবিটি পরিচালনা করছেন অভিষেক কাপুর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.