ETV Bharat / sitara

শৈশবে ফিরে গেলেন আয়ুষ্মান-অপারশক্তি - আয়ুষ্মান খুরানা আর অপারশক্তি খুরানা

জীবন এগিয়েছে সময়ের ছন্দে । কিন্তু পিছন ফিরে দেখতে ক্ষতি কী ? ঠিক যেমন দেখলেন দুই ভাই, আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা ।

Aparshakti relive childhood with game of 'aao milo'
Aparshakti relive childhood with game of 'aao milo'
author img

By

Published : Jul 6, 2020, 2:14 PM IST

মুম্বই : সময়টা ভালো যাচ্ছে না ঠিকই..চতুর্দিক থেকে ভেসে আসছে খারাপ খবর । সোশাল মিডিয়ায় উঠেছে #GoBack2020 রব । কিন্তু তার মধ্যেও আয়ুষ্মান আর অপারশক্তি খুরানার এই ভিডিয়ো দেখলে মন ভালো হতে বাধ্য ।

অপারশক্তি একটি ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । সেখানে ভাই আয়ুষ্মানের সঙ্গে সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে গেছেন অভিনেতা ।

হাত হাত লাগিয়ে 'আও মিলো শিলো শালো' খেলছেন দুই ভাই । একবারও না পিছলে, একটুর জন্যেও না হড়কে একেবারে কনফিডেন্সের সঙ্গে আয়ুষ্মান আর অপারশক্তি পুরো অ্যাক্টটা করে দেখালেন । বেশ উপভোগও করলেন ।

ক্যাপশনে অপারশক্তি লিখেছেন, "যদি অলিম্পিক গেমসে আও মিলো শিলো শালো থাকত, এই দু'টো ছেলে অবশ্যই মেডেল পেত..." সোশাল মিডয়ায় রীতিমতো ভাইরাল ভিডিয়ো ।

দেখে নিন...

মুম্বই : সময়টা ভালো যাচ্ছে না ঠিকই..চতুর্দিক থেকে ভেসে আসছে খারাপ খবর । সোশাল মিডিয়ায় উঠেছে #GoBack2020 রব । কিন্তু তার মধ্যেও আয়ুষ্মান আর অপারশক্তি খুরানার এই ভিডিয়ো দেখলে মন ভালো হতে বাধ্য ।

অপারশক্তি একটি ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । সেখানে ভাই আয়ুষ্মানের সঙ্গে সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে গেছেন অভিনেতা ।

হাত হাত লাগিয়ে 'আও মিলো শিলো শালো' খেলছেন দুই ভাই । একবারও না পিছলে, একটুর জন্যেও না হড়কে একেবারে কনফিডেন্সের সঙ্গে আয়ুষ্মান আর অপারশক্তি পুরো অ্যাক্টটা করে দেখালেন । বেশ উপভোগও করলেন ।

ক্যাপশনে অপারশক্তি লিখেছেন, "যদি অলিম্পিক গেমসে আও মিলো শিলো শালো থাকত, এই দু'টো ছেলে অবশ্যই মেডেল পেত..." সোশাল মিডয়ায় রীতিমতো ভাইরাল ভিডিয়ো ।

দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.