ETV Bharat / sitara

বেঙ্গালুরুতে হিট অ্যান্ড রানে নাম জড়াল শিল্পার স্বামীর ! - শিল্পা শেট্টির খবর

বেঙ্গালুরুর রাস্তায় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার মালিকানাভুক্ত অডি গাড়ি একটি অটোরিক্সা ও দু'টি বাইককে ধাক্কা মেরে পালাল । যদিও রাজের ম্যানেজার জানিয়েছেন যে, জানুয়ারি মাসেই এই গাড়ি বিক্রি করে দিয়েছেন রাজ । তবে এখনও গাড়ির কাগজপত্রে নাকি রাজেরই নাম রয়েছে । শোনা যাচ্ছে, গাড়ির আসল মালিক মহম্মদ শাদাব এই দুর্ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন ।

Shilpa Shetty husband car crashed
Shilpa Shetty husband car crashed
author img

By

Published : Feb 12, 2021, 3:56 PM IST

Updated : Feb 12, 2021, 7:14 PM IST

বেঙ্গালুরু : বেঙ্গালুরুর রাস্তায় একটি অটোরিক্সা এবং দু'টি বাইককে ধাক্কা মেরে পালাল একটি অডি গাড়ি । অডি আর 8 মডেলের এই গাড়িটির খোঁজ করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে যে, গাড়িটির মালিক শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা ।

বেঙ্গালুরুর সেন্ট মার্কস রোডে একটি হোটেলের সামনে দুপুর 2.45 নাগাদ ঘটনাটি ঘটেছে । গাড়িটি একটি অটোরিক্সা এবং দু'টি বাইককে ধাক্কা মেরে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় । আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় পুরো ঘটনা ।

অটোচালক এবং দুই বাইক আরোহীর আঘাত খুব একটা গুরুতর না হলেও, তাদের বাহনগুলির অবস্থা বেশ শোচনীয় । কুব্বন পার্ক ট্র্যাফিক পুলিশ স্টেশনে ইতিমধ্যেই একটা মামলা দায়ের করা হয়েছে ।

Shilpa Shetty husband car crashed
রাজ

ট্রান্সপোর্ট অফিসের সাহায্যে পুলিশ জানতে পেরেছে যে, এই অডি গাড়ির মালিক রাজ কুন্দ্রা । যদিও রাজের ম্যানেজার জানিয়েছেন যে, জানুয়ারি মাসেই এই গাড়ি বিক্রি করে দিয়েছেন রাজ । তবে এখনও গাড়ির কাগজপত্রে নাকি রাজেরই নাম রয়েছে ।

গাড়িটি কিনেছিলেন মহম্মদ শাদাব নামের এক গাড়ি ব্যবসায়ী । পুলিশ এবার শাদাবের খোঁজ শুরু করে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, নিজের ভুল স্বীকার করে নিয়েছেন শাদাব । তিনি জানিয়েছেন, "ঘটনাস্থলে দাঁড়ানোর সাহস ছিল না আমার । তবে অটো আর বাইক মেরামত করতে যা ক্ষতিপূরণ লাগে আমি দিয়ে দেব ।"

বেঙ্গালুরু : বেঙ্গালুরুর রাস্তায় একটি অটোরিক্সা এবং দু'টি বাইককে ধাক্কা মেরে পালাল একটি অডি গাড়ি । অডি আর 8 মডেলের এই গাড়িটির খোঁজ করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে যে, গাড়িটির মালিক শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা ।

বেঙ্গালুরুর সেন্ট মার্কস রোডে একটি হোটেলের সামনে দুপুর 2.45 নাগাদ ঘটনাটি ঘটেছে । গাড়িটি একটি অটোরিক্সা এবং দু'টি বাইককে ধাক্কা মেরে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় । আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় পুরো ঘটনা ।

অটোচালক এবং দুই বাইক আরোহীর আঘাত খুব একটা গুরুতর না হলেও, তাদের বাহনগুলির অবস্থা বেশ শোচনীয় । কুব্বন পার্ক ট্র্যাফিক পুলিশ স্টেশনে ইতিমধ্যেই একটা মামলা দায়ের করা হয়েছে ।

Shilpa Shetty husband car crashed
রাজ

ট্রান্সপোর্ট অফিসের সাহায্যে পুলিশ জানতে পেরেছে যে, এই অডি গাড়ির মালিক রাজ কুন্দ্রা । যদিও রাজের ম্যানেজার জানিয়েছেন যে, জানুয়ারি মাসেই এই গাড়ি বিক্রি করে দিয়েছেন রাজ । তবে এখনও গাড়ির কাগজপত্রে নাকি রাজেরই নাম রয়েছে ।

গাড়িটি কিনেছিলেন মহম্মদ শাদাব নামের এক গাড়ি ব্যবসায়ী । পুলিশ এবার শাদাবের খোঁজ শুরু করে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, নিজের ভুল স্বীকার করে নিয়েছেন শাদাব । তিনি জানিয়েছেন, "ঘটনাস্থলে দাঁড়ানোর সাহস ছিল না আমার । তবে অটো আর বাইক মেরামত করতে যা ক্ষতিপূরণ লাগে আমি দিয়ে দেব ।"

Last Updated : Feb 12, 2021, 7:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.