ETV Bharat / sitara

Deepika Padukone breast implants: 18 বছরেই দীপিকাকে বলা হয়েছিল স্তন প্রতিস্থাপন করিয়ে নিতে - at 18 deepika padukone was asked to get breast implants had wisdom to not take it seriously

'গেঁহরাইয়া' ছবির প্রমোশনে দীপিকা জানালেন, মাত্র 18 বছর বয়সেই স্তন প্রতিস্থাপন করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে (Deepika Padukone Worst Piece of Advice ) ৷

Deepika Padukone was asked to get breast implants
মাত্র 18 বছরের দীপিকাকে বলা হয়েছিল স্তন প্রতিস্থাপন করিয়ে নিতে জানালেন অভিনেত্রী
author img

By

Published : Feb 28, 2022, 2:24 PM IST

হায়দরাবাদ, 28 ফেব্রুয়ারি : নিজের অভিনয় জীবনের একেবারে শুরুর দিকের কিছু অজানা তথ্য এবার সকলের সামনে তুলে ধরলেন বলিসুন্দরী দীপিকা পাড়ুকোন ৷ নিজের নতুন ছবি 'গেঁহরাইয়াঁ'-র প্রমোশনে নিজের জীবনের বেশ কিছু অজানা গল্প শেয়ার করলেন তিনি ৷ মডেলিং দিয়ে নিজের বলি কেরিয়ার শুরু করেছিলেন দীপিকা ৷ তারপর থেকে প্রায় 15 বছর বলিউডের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়েছেন তিনি ৷

ছবির প্রমোশনে আসা দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল তাঁর জীবনে সবচেয়ে ভাল পরামর্শ এবং সবচেয়ে খারাপ পরামর্শ তিনি কী পেয়েছেন ? স্মৃতি রোমন্থন করে অভিনেত্রী জানান, নিজের জীবনে তিনি সবচেয়ে ভাল পরামর্শটি পেয়েছিলেন এসআরকের কাছে ৷ শাহরুখ তাঁকে বলেছিলেন, "সবসময় সেই মানুষদের সঙ্গেই কাজ করবে, যাঁদের সঙ্গে তোমার সময় ভাল কাটবে এব্য়াপারে তুমি নিশ্চিত ৷ কারণ তুমি যখন ছবি তৈরি করছ তখন তুমি একটা জীবনও যাপন করছ, স্মৃতি তৈরি করছ, অভিজ্ঞতা তৈরি করছ ৷ "

আরও পড়ুন : ছ'বছর পর আসছে 'সনম তেরি কসম'-এর সিক্যুয়াল

এতো গেল জীবনের সবচেয়ে ভাল পরামর্শ ৷ কিন্তু জীবনে সবচেয়ে খারাপ পরামর্শ কী পেয়েছিলেন তিনি (Deepika Padukone Worst Piece of Advice ) ৷ দীপিকা বলেন, "আমাকে বলা হয়েছিল কৃত্রিম স্তন প্রতিস্থাপন করিয়ে নেওয়ার জন্য় ৷ আমার বয়স তখন মাত্র 18 ৷ " তিনি জানান, সৌভাগ্য়বশত তখন তাঁর এইটুকু বুদ্ধি ছিল যে তিনি এই পরামর্শে কান দেননি ৷ আগামীতে দীপিকাকে দেখা যাবে অমিতাভ বচ্চন এবং প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে ৷

হায়দরাবাদ, 28 ফেব্রুয়ারি : নিজের অভিনয় জীবনের একেবারে শুরুর দিকের কিছু অজানা তথ্য এবার সকলের সামনে তুলে ধরলেন বলিসুন্দরী দীপিকা পাড়ুকোন ৷ নিজের নতুন ছবি 'গেঁহরাইয়াঁ'-র প্রমোশনে নিজের জীবনের বেশ কিছু অজানা গল্প শেয়ার করলেন তিনি ৷ মডেলিং দিয়ে নিজের বলি কেরিয়ার শুরু করেছিলেন দীপিকা ৷ তারপর থেকে প্রায় 15 বছর বলিউডের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়েছেন তিনি ৷

ছবির প্রমোশনে আসা দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল তাঁর জীবনে সবচেয়ে ভাল পরামর্শ এবং সবচেয়ে খারাপ পরামর্শ তিনি কী পেয়েছেন ? স্মৃতি রোমন্থন করে অভিনেত্রী জানান, নিজের জীবনে তিনি সবচেয়ে ভাল পরামর্শটি পেয়েছিলেন এসআরকের কাছে ৷ শাহরুখ তাঁকে বলেছিলেন, "সবসময় সেই মানুষদের সঙ্গেই কাজ করবে, যাঁদের সঙ্গে তোমার সময় ভাল কাটবে এব্য়াপারে তুমি নিশ্চিত ৷ কারণ তুমি যখন ছবি তৈরি করছ তখন তুমি একটা জীবনও যাপন করছ, স্মৃতি তৈরি করছ, অভিজ্ঞতা তৈরি করছ ৷ "

আরও পড়ুন : ছ'বছর পর আসছে 'সনম তেরি কসম'-এর সিক্যুয়াল

এতো গেল জীবনের সবচেয়ে ভাল পরামর্শ ৷ কিন্তু জীবনে সবচেয়ে খারাপ পরামর্শ কী পেয়েছিলেন তিনি (Deepika Padukone Worst Piece of Advice ) ৷ দীপিকা বলেন, "আমাকে বলা হয়েছিল কৃত্রিম স্তন প্রতিস্থাপন করিয়ে নেওয়ার জন্য় ৷ আমার বয়স তখন মাত্র 18 ৷ " তিনি জানান, সৌভাগ্য়বশত তখন তাঁর এইটুকু বুদ্ধি ছিল যে তিনি এই পরামর্শে কান দেননি ৷ আগামীতে দীপিকাকে দেখা যাবে অমিতাভ বচ্চন এবং প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.