দিল্লি : 'ষাঁন্ড কি আঁখ' ছবির স্পেশাল স্ক্রিনিং হয়েছিল দিল্লিতে । স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । পরিবারের সঙ্গে ছবিটি দেখতে গিয়েছিলেন তিনি । ছবির প্রশংসা করে টুইটও করেন ।
টুইটারে ছবি শেয়ারের পাশাপাশি তিনি লেখেন, "পরিবারের সঙ্গে ছবিটি দেখতে গিয়েছিলাম । মহিলা শার্পশুটার চন্দ্র ও প্রকাশী তোমারের গল্প খুবই অনুপ্রেরণা জোগায় । অনেক শুভেচ্ছা তাপসী পান্নু ও ভূমি পেদনেকরকে ।"
-
Watched the film Saand Ki Aankh with my family last evening.. The story of Shooter Dadis, Chandro and Prakashi Tomar is very inspiring. Congrats @taapsee and @bhumipednekar pic.twitter.com/lqrQZoxajv
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Watched the film Saand Ki Aankh with my family last evening.. The story of Shooter Dadis, Chandro and Prakashi Tomar is very inspiring. Congrats @taapsee and @bhumipednekar pic.twitter.com/lqrQZoxajv
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 23, 2019Watched the film Saand Ki Aankh with my family last evening.. The story of Shooter Dadis, Chandro and Prakashi Tomar is very inspiring. Congrats @taapsee and @bhumipednekar pic.twitter.com/lqrQZoxajv
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 23, 2019
পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালকে ছবিটি দেখার জন্য ধন্যবাদ জানিয়েছেন তাপসী পান্নু । নিজের ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করেছেন তিনি । ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন বলিউডের অধিকাংশ তারকা । ছবির প্রশংসা করেছেন তাঁরাও ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পৃথিবীর সর্বপ্রথম মহিলা শার্পশুটার চন্দ্র তোমার ও প্রকাশী তোমারের জীবনকে কেন্দ্র হয়েছে 'ষাঁণ্ড কি আঁখ'। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু ও ভূমি পেদনেকর । উত্তরপ্রদেশ ও রাজস্থানে করমুক্ত হয়েছে ছবিটি ।