ETV Bharat / sitara

এক কোটি টাকা ঋনের দায়ে আইনি নোটিশ অভিনেতা অর্জুন রামপালকে - legal trouble

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মসূত্রে খবর, এক কোটি টাকা ঋনের দায়ে ফেঁসেছেন অভিনেতা অর্জুন রামপাল। YT এনটারটেনমেন্ট নামক এক কোম্পানি বম্বে হাইকোর্টে অর্জুনের বিরুদ্ধে একটি কেস ফাইল করেছেন।

arjun rampal
author img

By

Published : Feb 15, 2019, 11:28 AM IST

২০১৮ সালের মে মাসে উক্ত কোম্পানির কাছ থেকে এক কোটি টাকা লোন নিয়েছিলেন। তিনমাসের মধ্য়ে তাঁকে এই লোন শোধ করতে হবে ও প্রতি বছর ১২% হারে সুদ দিতে হবে অর্জুনকে। এই শর্ত অনুযায়ী লোন নিলেও তা পূরণ করতে পারেননি তিনি।

এই প্রসঙ্গে অর্জুনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "টাকাপয়সা সংক্রান্ত সমস্য়া মিটে গেছে। বাকি বিষয়ে আদালতে ঠিক করে নেওয়া হবে।"


২০১৮ সালের মে মাসে উক্ত কোম্পানির কাছ থেকে এক কোটি টাকা লোন নিয়েছিলেন। তিনমাসের মধ্য়ে তাঁকে এই লোন শোধ করতে হবে ও প্রতি বছর ১২% হারে সুদ দিতে হবে অর্জুনকে। এই শর্ত অনুযায়ী লোন নিলেও তা পূরণ করতে পারেননি তিনি।

এই প্রসঙ্গে অর্জুনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "টাকাপয়সা সংক্রান্ত সমস্য়া মিটে গেছে। বাকি বিষয়ে আদালতে ঠিক করে নেওয়া হবে।"


Intro:Body:

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মসূত্রে খবর, এক কোটি টাকা ঋনের দায়ে ফেঁসেছেন অভিনেতা অর্জুন রামপাল। YT এনটারটেনমেন্ট নামক এক কোম্পানি বম্বে হাইকোর্টে অর্জুনের বিরুদ্ধে একটি কেস ফাইল করেছেন।



২০১৮ সালের মে মাসে উক্ত কোম্পানির কাছ থেকে এক কোটি টাকা লোন নিয়েছিলেন। তিনমাসের মধ্য়ে তাঁকে এই লোন শোধ করতে হবে ও প্রতি বছর ১২% হারে সুধ দিতে হবে অর্জুনকে। এই শর্ত অনুযায়ী লোন নিলেও তা পূরণ করতে পারেননি তিনি।



এই প্রসঙ্গে অর্জুনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "টাকাপয়সা সংক্রান্ত সমস্য়া মিটে গেছে। বাকি বিষয়ে আদালতে ঠিক করে নেওয়া হবে।"


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.