ETV Bharat / sitara

প্রথম সন্তানের জন্ম দিলেন অর্জুন বান্ধবী গ্যাব্রিয়েলা - girlfriend

অভিনেতা অর্জুন রামপাল এপ্রিল মাসেই জানিয়েছিলেন বাবা হতে চলেছেন । গতকাল এক পুত্র সন্তানের জন্ম দিলেন তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ।

প্রথম সন্তানের জন্ম দিলেন অর্জুন বান্ধবী গ্যাব্রিয়েলা
author img

By

Published : Jul 19, 2019, 11:24 AM IST

Updated : Jul 19, 2019, 11:39 AM IST

মুম্বই : প্রথম সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ।

গতকাল এক পুত্র সন্তানের জন্ম দেন গ্যাব্রিয়েলা ।

তাঁদের বাবা-মা হওয়ার খবর প্রথম নিশ্চিত করেন ছবি নির্মাতা জে পি দত্তর মেয়ে নিধি দত্ত । তিনি টুইট করেন, "আপনার জীবনে আনন্দ আসার জন্য অভিনন্দন অর্জুন রামপাল ! ভগবান মঙ্গল করুক !"

এপ্রিল মাসেই গ্যাব্রিয়েলার গর্ভবতী হওয়ার খবর জানিয়েছিলেন অর্জুন ।

দক্ষিণ আফ্রিকার একজন মডেল গ্যাব্রিয়েলা । এছাড়াও তিনি বলিউডে 'সোনালি কেবল'-এ অভিনয় করেছেন ।

অর্জুনের আগে প্রাক্তন মিস ইন্ডিয়া মেহের জেসিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল । তাঁদের দু'টি মেয়েও আছে । বিয়ের 20 বছর পর তাঁরা আলাদা হয়ে যান ।

মুম্বই : প্রথম সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ।

গতকাল এক পুত্র সন্তানের জন্ম দেন গ্যাব্রিয়েলা ।

তাঁদের বাবা-মা হওয়ার খবর প্রথম নিশ্চিত করেন ছবি নির্মাতা জে পি দত্তর মেয়ে নিধি দত্ত । তিনি টুইট করেন, "আপনার জীবনে আনন্দ আসার জন্য অভিনন্দন অর্জুন রামপাল ! ভগবান মঙ্গল করুক !"

এপ্রিল মাসেই গ্যাব্রিয়েলার গর্ভবতী হওয়ার খবর জানিয়েছিলেন অর্জুন ।

দক্ষিণ আফ্রিকার একজন মডেল গ্যাব্রিয়েলা । এছাড়াও তিনি বলিউডে 'সোনালি কেবল'-এ অভিনয় করেছেন ।

অর্জুনের আগে প্রাক্তন মিস ইন্ডিয়া মেহের জেসিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল । তাঁদের দু'টি মেয়েও আছে । বিয়ের 20 বছর পর তাঁরা আলাদা হয়ে যান ।

Intro:Body:

arjun rampal


Conclusion:
Last Updated : Jul 19, 2019, 11:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.