ETV Bharat / sitara

এক মাস পর জিন্স পরে নিজেই অবাক হয়ে গেলেন অর্জুন - অর্জুন কাপুরের খবর

কোয়ারেন্টাইনে বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে গেছেন অর্জুন । তাই বাড়িতেই একটু ড্রেস আপ করে নিলেন অভিনেতা ।

arjun kapoor wears jeans
arjun kapoor wears jeans
author img

By

Published : Apr 15, 2020, 11:59 PM IST

মুম্বই : বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছেন অনেক তারকাই । দিনের পর দিন বাড়ির পোশাকে নিজেদের আয়নায় দেখতে আর ভালো লাগছে না তাঁদের । তাই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করার জন্যই ড্রেস আপ করছেন তাঁরা । অর্জুন কাপুরকেও আজ এক মাস পর জিন্স পরতে দেখা গেল এই কারণেই ।

নিজের ইনস্টাস্টোরিতে অর্জুন ছবিটি শেয়ার করেছেন । নীল টি-শার্টের সঙ্গে নীল জিন্স । বাড়িতেই রয়েছেন তিনি । তবুও নিজেকে একটু নতুন ভাবে দেখতে টিপটপ সেজে উঠেছেন অভিনেতা । চুলেরও কায়দা করেছেন বেশ ।

ক্য়াপশনে লিখেছেন, "আরে, এক মাস পর জিন্স !!" তাঁর মুখে চোখেও একটা অবাক করা ভাব ।

arjun kapoor wears jeans
অর্জুনের ইনস্টাস্টোরি..

কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ার মাধ্যমে কোরোনা সতর্কতা তৈরি করছেন অর্জুন । দিনমজুর যেমন, চাটওয়ালা, মিস্ত্রি, কুলি, ধোবি, রিক্সাওয়ালা-এই শ্রেণীর মানুষদের জন্য ফান্ড কালেক্ট করতে এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন তিনি ।

জানিয়েছিলেন যে, এঁদের জন্য অনুদান দিলেই ভার্চুয়াল ডেট করবেন অর্জুন । এছাড়াও মাস্ক বা স্যানিটাইজ়ার ব্যবহার করা নিয়ে একাধিক পোস্ট করেছেন অভিনেতা ।

মুম্বই : বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছেন অনেক তারকাই । দিনের পর দিন বাড়ির পোশাকে নিজেদের আয়নায় দেখতে আর ভালো লাগছে না তাঁদের । তাই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করার জন্যই ড্রেস আপ করছেন তাঁরা । অর্জুন কাপুরকেও আজ এক মাস পর জিন্স পরতে দেখা গেল এই কারণেই ।

নিজের ইনস্টাস্টোরিতে অর্জুন ছবিটি শেয়ার করেছেন । নীল টি-শার্টের সঙ্গে নীল জিন্স । বাড়িতেই রয়েছেন তিনি । তবুও নিজেকে একটু নতুন ভাবে দেখতে টিপটপ সেজে উঠেছেন অভিনেতা । চুলেরও কায়দা করেছেন বেশ ।

ক্য়াপশনে লিখেছেন, "আরে, এক মাস পর জিন্স !!" তাঁর মুখে চোখেও একটা অবাক করা ভাব ।

arjun kapoor wears jeans
অর্জুনের ইনস্টাস্টোরি..

কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ার মাধ্যমে কোরোনা সতর্কতা তৈরি করছেন অর্জুন । দিনমজুর যেমন, চাটওয়ালা, মিস্ত্রি, কুলি, ধোবি, রিক্সাওয়ালা-এই শ্রেণীর মানুষদের জন্য ফান্ড কালেক্ট করতে এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন তিনি ।

জানিয়েছিলেন যে, এঁদের জন্য অনুদান দিলেই ভার্চুয়াল ডেট করবেন অর্জুন । এছাড়াও মাস্ক বা স্যানিটাইজ়ার ব্যবহার করা নিয়ে একাধিক পোস্ট করেছেন অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.