চেন্নাই : দুঃসংবাদ এ.আর.রহমানের পরিবারে । তাঁর মা করিমা বেগম ইহজগতের মায়া ছেড়ে পরলোকে গমন করলেন আজ । দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভোগার পর অবশেষে থামল লড়াই, মারা গেলেন করিমা বেগম । চেন্নাইয়ের এক হাসপাতালে ঘটে এই দুঃখজনক ঘটনা ।
নিজের টুইটার অ্যাকাউন্টে মায়ের একটি ছবি শেয়ার করেছেন রহমান । ক্যাপশনে কিছু লেখেননি তিনি । এই শোক তো আর ভাষায় প্রকাশ করা যায় না । তাই মায়ের হাসিমুখের ছবি দিয়ে নিজের অব্যক্ত যন্ত্রণাকে একটু মুক্ত করার চেষ্টা করেছেন সুরকার ।
দেখে নিন...
- — A.R.Rahman (@arrahman) December 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— A.R.Rahman (@arrahman) December 28, 2020
">— A.R.Rahman (@arrahman) December 28, 2020
রহমানের খুব কাছের মানুষ ছিলেন তাঁর মা । তিনিই ছোট্ট রহমানকে গান নিয়ে ক্যারিয়ার তৈরি করতে উৎসাহ দিয়েছিলেন । সুরকার স্বীকার করেছিলেন যে, সঙ্গীতই তাঁর সবচেয়ে ভালো পেশা হতে পারে বুঝতে পেরেছিলেন করিমা বেগম । মাকে হারিয়ে আজ বিমর্ষ রহমান ।
রহমানের এই পোস্টে বিনোদন দুনিয়ার অনেকেই শোকপ্রকাশ করেছেন । শ্রেয়া ঘোষাল, পরিচালক শেখর কাপুর, হর্ষদীপ কৌর সহ অনেকেই মর্মাহত এই খবরে ।