মুম্বই : ডোনাল্ড ট্রাম্পের ভারতে আসা নিয়ে শোরগেল পড়ে গেছে দেশজুড়ে । অ্যামেরিকার প্রেসিডেন্টের অভ্যর্থনায় কোনও ত্রুটি রাখেননি নরেন্দ্র মোদি । রাখলেন না এ আর রহমানও । গান উৎসর্গ করলেন ট্রাম্পকে । গানের নাম 'অহিংসা' ।
গানটি লেখা হয়েছে 2019-এর নভেম্বর মাসে । এর আগে এই গানে পারফর্মও করেছেন রহমান । তবে ট্রাম্পের এই ভিজ়িটকে অহিংসা আর সম্প্রীতির বার্তায় মুড়ে দিতে পুরোনো গানটিকেই ব্যবহার করলেন তিনি ।
গানটি শেয়ার করে রহমান লিখেছেন, " গান্ধিজির ভূমিতে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে এই গানটা উৎসর্গ করলাম ।" গানের নামই যখন অহিংসা, তখন গানের কনটেন্ট কী হতে চলেছে বুঝতে বাকি নেই কারো ।
-
Here's a track from us to welcome @POTUS to India 🇮🇳, the land of Gandhi. https://t.co/61rjyhxV16
— A.R.Rahman (@arrahman) February 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here's a track from us to welcome @POTUS to India 🇮🇳, the land of Gandhi. https://t.co/61rjyhxV16
— A.R.Rahman (@arrahman) February 24, 2020Here's a track from us to welcome @POTUS to India 🇮🇳, the land of Gandhi. https://t.co/61rjyhxV16
— A.R.Rahman (@arrahman) February 24, 2020
এ আর রহমানের সঙ্গে বোনো, দ্য এজ, অ্যাডাম ক্লেটন ও ল্যারি মুলান জুনিয়ার যোগ্য সঙ্গত করেছেন এই গানে । বিভিন্ন ভাষায় তৈরি হলেও এই গানের মূল ভাষা কিন্তু একটাই, অহিংসা ।