ETV Bharat / sitara

সুশান্তের জীবন বিমা ছিল না, ওঁর পরিবার কোনও টাকা পায়নি : আইনজীবী বিকাশ সিং - বিকাশ সিংয়ের খবর

কয়েকদিন ধরে একটি গুজব শোনা যাচ্ছিল কয়েকটি সংবাদমাধ্যমে দৌলতে । শোনা যাচ্ছিল যে, সুশান্তের নাকি একটি বড় অঙ্কের জীবন বিমা করানো ছিল । আর সেই টাকা পাওয়ার জন্য়ই এই মৃত্যুকে "হত্যা" বলে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে তাঁর পরিবার । কিন্তু, একথা সম্পূর্ণ মিথ্যে, জানালেন তাঁর পারিবারিক আইনজীবী বিকাশ সিং ।

press conference of sushant singh rajput legal team
press conference of sushant singh rajput legal team
author img

By

Published : Sep 2, 2020, 9:01 PM IST

Updated : Sep 2, 2020, 9:09 PM IST

নিউ দিল্লি : সুশান্ত ও তাঁর পরিবারের সম্পর্ক নাকি ভালো ছিল না । অভিনেতার পরিবার নাকি জানত তাঁর মাদকাসক্তির কথা । দিদিদের সঙ্গে ঝগড়ার জেরে হাসপাতালে ভরতি হতে হয়েছিল সুশান্তকে । এমন অনেক অভিযোগ উড়ে আসছে কয়েকদিন থেকে । এটাও শোনা যায়, সুশান্তের জীবন বিমার টাকা পাওয়ার জন্যই ছেলের মৃত্যুকে 'হত্যা' বলে প্রমাণ করতে চাইছেন তাঁর বাবা কে.কে.সিং । এই গুজব ওড়ালেন তাঁদের পারিবারিক আইনজীবী বিকাশ সিং ।

বিকাশ জানালেন, "সুশান্তের কোনও জীবন বিমা ছিল না । তাই বিমার টাকা পাওয়ার জন্য ওঁর পরিবার এই মৃত্যুকে 'হত্যা' বলে চালাতে চাইছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ।"

বিকাশ আরও একটি বিষয় নিয়ে সবাইকে সতর্ক করেন । বলেন, "সুশান্তকে নিয়ে কোনও সিনেমা, বই, বা ধারাবাহিক তৈরি হলে, কে.কে.সিংয়ের লিখিত অনুমতি গ্রহণ করতে হবে । তা না হলে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব ।"

একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে এমনই বেশ কয়েকটি বিষয়ে পরিষ্কার করে কথা বললেন বিকাশ সিং । সুশান্ত বা তাঁর পরিবারের বিরুদ্ধে কোনওরকম ভিত্তিহীন গুজব ছড়ালে, কেউই ছাড়া পাবেন না...সাফ জানালেন আইনজীবী ।

দেখে নিন তাঁর ভিডিয়ো...

শুনে নিন বিকাশের বক্তব্য..

নিউ দিল্লি : সুশান্ত ও তাঁর পরিবারের সম্পর্ক নাকি ভালো ছিল না । অভিনেতার পরিবার নাকি জানত তাঁর মাদকাসক্তির কথা । দিদিদের সঙ্গে ঝগড়ার জেরে হাসপাতালে ভরতি হতে হয়েছিল সুশান্তকে । এমন অনেক অভিযোগ উড়ে আসছে কয়েকদিন থেকে । এটাও শোনা যায়, সুশান্তের জীবন বিমার টাকা পাওয়ার জন্যই ছেলের মৃত্যুকে 'হত্যা' বলে প্রমাণ করতে চাইছেন তাঁর বাবা কে.কে.সিং । এই গুজব ওড়ালেন তাঁদের পারিবারিক আইনজীবী বিকাশ সিং ।

বিকাশ জানালেন, "সুশান্তের কোনও জীবন বিমা ছিল না । তাই বিমার টাকা পাওয়ার জন্য ওঁর পরিবার এই মৃত্যুকে 'হত্যা' বলে চালাতে চাইছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ।"

বিকাশ আরও একটি বিষয় নিয়ে সবাইকে সতর্ক করেন । বলেন, "সুশান্তকে নিয়ে কোনও সিনেমা, বই, বা ধারাবাহিক তৈরি হলে, কে.কে.সিংয়ের লিখিত অনুমতি গ্রহণ করতে হবে । তা না হলে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব ।"

একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে এমনই বেশ কয়েকটি বিষয়ে পরিষ্কার করে কথা বললেন বিকাশ সিং । সুশান্ত বা তাঁর পরিবারের বিরুদ্ধে কোনওরকম ভিত্তিহীন গুজব ছড়ালে, কেউই ছাড়া পাবেন না...সাফ জানালেন আইনজীবী ।

দেখে নিন তাঁর ভিডিয়ো...

শুনে নিন বিকাশের বক্তব্য..
Last Updated : Sep 2, 2020, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.