ETV Bharat / sitara

মাঝরাতে এল জন্মদিনের শুভেচ্ছা, বিরাটকে ভালোবাসায় ভরিয়ে দিলেন অনুষ্কা - অনুষ্কা শর্মার খবর

গতকাল অর্থাৎ 5 নভেম্বর ছিল বিরাট কোহলির জন্মদিন । বিশেষ দিনটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগী-সহকর্মীরা । তাঁকে নিয়ে দেশজুড়ে যে উন্মাদনা, তা আরও একবার প্রমাণ পেয়েছে গতকাল । তবে সারাদিন ধরে অনুষ্কা শর্মা সোশাল মিডিয়ার পাতা ছিল ফাঁকা । শুভেচ্ছাবার্তা এল মধ্যরাতে ।

anushka sharma wished virat kohli
anushka sharma wished virat kohli
author img

By

Published : Nov 6, 2020, 8:37 AM IST

মুম্বই : কথায় বলে, ওস্তাদের মার শেষরাতে । আর সেই শেষরাতেই প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মা, যাঁর শুভেচ্ছাবার্তা বিরাট কোহলির কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে ।

বিরাটকে জড়িয়ে ধরে ছবি শেয়ার করেছেন অনুষ্কা । ভালোবাসার উজ্জ্বলতায় যেন ঝকমক করছেন দম্পতি । ব্যাকড্রপে ঝিকিমিকি আলো, তারই মাঝে প্রেমের উৎসব পালন করছেন বিরাট-অনুষ্কা ।

অন্য ছবিতে আবার বার্থডে বয়কে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন অনুষ্কা । আর লক্ষ্মী ছেলের মতো সেই আনন্দ লুটেপুটে আস্বাদন করছেন বিরাট ।

ক্যাপশনে বেশি কিছু লেখেননি অনুষ্কা । শুধু একটি লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন তিনি । এটাই বোধহয় যথেষ্ট । দেখে নিন তাঁর পোস্ট...

32 বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি । এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) জন্য দুবাইতে রয়েছেন তিনি । আর সেখানেই তাঁর জন্মদিন পালন হয়েছে ছোটো করে । অনুষ্কা শর্মা উপস্থিত ছিলেন সেই উদযাপনেও ।

বিরুষ্কার পরিবারে আসছে নতুন সদস্য । জানুয়ারিতেই জন্ম হবে তাঁদের প্রথম সন্তানের । তাই এই অবস্থায় স্ত্রীকে কাছ ছাড়া করছেন না বিরাট ।

মুম্বই : কথায় বলে, ওস্তাদের মার শেষরাতে । আর সেই শেষরাতেই প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মা, যাঁর শুভেচ্ছাবার্তা বিরাট কোহলির কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে ।

বিরাটকে জড়িয়ে ধরে ছবি শেয়ার করেছেন অনুষ্কা । ভালোবাসার উজ্জ্বলতায় যেন ঝকমক করছেন দম্পতি । ব্যাকড্রপে ঝিকিমিকি আলো, তারই মাঝে প্রেমের উৎসব পালন করছেন বিরাট-অনুষ্কা ।

অন্য ছবিতে আবার বার্থডে বয়কে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন অনুষ্কা । আর লক্ষ্মী ছেলের মতো সেই আনন্দ লুটেপুটে আস্বাদন করছেন বিরাট ।

ক্যাপশনে বেশি কিছু লেখেননি অনুষ্কা । শুধু একটি লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন তিনি । এটাই বোধহয় যথেষ্ট । দেখে নিন তাঁর পোস্ট...

32 বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি । এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) জন্য দুবাইতে রয়েছেন তিনি । আর সেখানেই তাঁর জন্মদিন পালন হয়েছে ছোটো করে । অনুষ্কা শর্মা উপস্থিত ছিলেন সেই উদযাপনেও ।

বিরুষ্কার পরিবারে আসছে নতুন সদস্য । জানুয়ারিতেই জন্ম হবে তাঁদের প্রথম সন্তানের । তাই এই অবস্থায় স্ত্রীকে কাছ ছাড়া করছেন না বিরাট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.