ETV Bharat / sitara

অনুষ্কা শেয়ার করলেন 'পাতাল লোক'-এর টিজ়ার - patal lok teaser

এই প্রথম কোনও ওয়েব সিরিজ়ের প্রযোজনা করলেন অনুষ্কা শর্মা । 'পাতাল লোক' নামে সেই ওয়েব সিরিজ়ের দুই চরিত্রের টিজ়ার শেয়ার করলেন অভিনেত্রী ।

anushka sharma produced patal lok
anushka sharma produced patal lok
author img

By

Published : May 11, 2020, 10:42 PM IST

মুম্বই : 'পাতাল লোক'-এর ট্রেলার ইতিমধ্য়েই সাড়া ফেলে দিয়েছে দর্শকের মধ্যে । ক্রাইম থ্রিলার এই সিরিজ় আসছে অ্যামাজ়ন প্রাইমে । অনুষ্কা এই সিরিজ়ের প্রযোজক । সোশাল মিডিয়ায় অভিনেত্রী দু'টি ইন্টারেস্টিং টিজ়ার শেয়ার করলেন ।

জয়দীপ আহলাওয়াত এক পুলিশের চরিত্রে অভিনয় করছেন । তাঁর টিজ়ারটি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, "সমস্ত বিশ্বাসঘাতকতার মধ্যেও হাতি রাম উঠে দাঁড়াবে আর সত্যিটা খুঁজে বের করা থেকে তাঁকে কেউ আটকাতে পারবে না ।"

anushka sharma produced patal lok
.

নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে জয়দীপ বলেন, "এই সিরিজ়ের অংশ হতে পারাটা সম্মানের । এই কঠিন সময়ের অন্ধকার দিকটাকে তুলে ধরতে একটুও ভয় পায়নি সিরিজ়টি ।"

অন্যদিকে নীরজ কবি এই সিরিজ়ে এক রিপোর্টারের চরিত্রে অভিনয় করছেন । তাঁর টিজ়ারটি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, "সঞ্জীব মিশ্র এই খেলার মিথ্যেগুলোর মুখোমুখি হতে ভয় পান না ।"

anushka sharma produced patal lok
.

আগামী 15 মে থেকে শুরু 'পাতাল লোক' ।

মুম্বই : 'পাতাল লোক'-এর ট্রেলার ইতিমধ্য়েই সাড়া ফেলে দিয়েছে দর্শকের মধ্যে । ক্রাইম থ্রিলার এই সিরিজ় আসছে অ্যামাজ়ন প্রাইমে । অনুষ্কা এই সিরিজ়ের প্রযোজক । সোশাল মিডিয়ায় অভিনেত্রী দু'টি ইন্টারেস্টিং টিজ়ার শেয়ার করলেন ।

জয়দীপ আহলাওয়াত এক পুলিশের চরিত্রে অভিনয় করছেন । তাঁর টিজ়ারটি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, "সমস্ত বিশ্বাসঘাতকতার মধ্যেও হাতি রাম উঠে দাঁড়াবে আর সত্যিটা খুঁজে বের করা থেকে তাঁকে কেউ আটকাতে পারবে না ।"

anushka sharma produced patal lok
.

নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে জয়দীপ বলেন, "এই সিরিজ়ের অংশ হতে পারাটা সম্মানের । এই কঠিন সময়ের অন্ধকার দিকটাকে তুলে ধরতে একটুও ভয় পায়নি সিরিজ়টি ।"

অন্যদিকে নীরজ কবি এই সিরিজ়ে এক রিপোর্টারের চরিত্রে অভিনয় করছেন । তাঁর টিজ়ারটি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, "সঞ্জীব মিশ্র এই খেলার মিথ্যেগুলোর মুখোমুখি হতে ভয় পান না ।"

anushka sharma produced patal lok
.

আগামী 15 মে থেকে শুরু 'পাতাল লোক' ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.