মুম্বই : প্রযোজক হিসেবে OTT দাপাচ্ছেন অনুষ্কা শর্মা । মে মাসে 'পাতাল লোক' দিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন তিনি । আর এবার তাঁর ঝুলি থেকে বেরোবে 'বুলবুল' ।
19 শতকের বাংলার প্রেক্ষাপটে তৈরি এই ছবি একটি হরর থ্রিলার । ছবির মুখ্য চরিত্রে রয়েছে এক ডাইনি, যে রক্তের সন্ধানে থাকে, যার পায়ের পাতাদু'টো উলটো, যে জঙ্গলে ঘুরে বেড়ায় এলো চুলে ।
![bulbbul trailer on netflix](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wqdqwd_1906newsroom_1592555072_315.png)
সেই সময়ের বাংলাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে । ট্রেলারেই তার আঁচ পাওয়া গেল । সেই বড় বড় হাভেলি,নূপুর ছমছম করে বাড়িময় ঘুরে বেড়ানো নতুন বউ, বড় বাড়ির কিছু সাংঘাতিক গোপন রহস্য, কিছু মৃত্যু, প্রিয় মানুষকে না পাওয়ার ছটফটানি...এই সবকিছু ঠাসা রয়েছে 'বুলবুল'-এ ।
অনভিতা দত্তের পরিচালনায় তৈরি এই ফিল্মে অভিনয় করেছেন তৃপ্তি দিমরা, রাহুল বোস, পাওলি দাম, অবিনাশ তিওয়ারি, পরমব্রত চ্যাটার্জির মতো অভিনেতা-অভিনেত্রীরা । ছবিটি মুক্তি পাবে 24 জুন ।
দেখে নিন ট্রেলার...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">