মুম্বই : অনুপম খেরের পরিবার কাশ্মীরের পণ্ডিত। জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা বিলোপের সিদ্ধান্তকে প্রথম থেকেই সমর্থন করে আসছে অনুপমের পরিবার। আর এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে মূলত যিনি রয়েছেন, সেই নরেন্দ্র মোদিকে বাহবা না দিলে হয়?
"আপনি আমাদের কাশ্মীর দিয়েছেন, আপনি খুব সুখী থাকুন।", মোদিকে এভাবেই ধন্যবাদ সহকারে শুভেচ্ছা জানালেন অনুপমের মা দুলারি। তিনি আরও বলেন যে, "প্রতি মুহূর্তে আমার আশীর্বাদ আপনার সঙ্গে আছে।"
অনুপম নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন সেই ভিডিয়ো। ক্যাপশনে লিখেছেন, "মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীকে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন। তাই আমি এই বার্তা রেকর্ড করছি।"
তবে দুলারি মনে হয়ে ভেবেছিলেন যে, মোদিজী স্বয়ং এসে উপস্থিত হবেন মোবাইল স্ক্রিনে, ঠিক যেমন ভিডিয়ো কলের ক্ষেত্রে হয়। সেই নিয়ে রসিকতাও করেছেন অনুপম।
দেখে নিন ভিডিয়ো...
-
Mom wanted to wish Prime Minister @narendramodi ji. So I started recording the message. It is only when she said “आने तो दे” I realised she is expecting him to come on the phone and do a FaceTime with her. She is innocently hilarious. Happy Birthday Sir.🙏🙏😍 #DulariRocks pic.twitter.com/bEJiZK3een
— Anupam Kher (@AnupamPKher) September 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Mom wanted to wish Prime Minister @narendramodi ji. So I started recording the message. It is only when she said “आने तो दे” I realised she is expecting him to come on the phone and do a FaceTime with her. She is innocently hilarious. Happy Birthday Sir.🙏🙏😍 #DulariRocks pic.twitter.com/bEJiZK3een
— Anupam Kher (@AnupamPKher) September 17, 2019Mom wanted to wish Prime Minister @narendramodi ji. So I started recording the message. It is only when she said “आने तो दे” I realised she is expecting him to come on the phone and do a FaceTime with her. She is innocently hilarious. Happy Birthday Sir.🙏🙏😍 #DulariRocks pic.twitter.com/bEJiZK3een
— Anupam Kher (@AnupamPKher) September 17, 2019