মুম্বই : বলিউড ছাড়ছেন পরিচালক অনুভব সিনহা । সম্প্রতি টুইট করে এই ঘোষণা করেন তিনি নিজেই । তাঁর এই টুইট প্রকাশ্যের আসার পরই জল্পনা শুরু হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে । কিন্তু, হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি ? তা অবশ্য টুইটে খোলসা করেননি পরিচালক । তবে তিনি যে খুবই বিরক্ত সেটা অবশ্য টুইট থেকেই স্পষ্ট ।
টুইটারে তিনি লেখেন, "যথেষ্ট হয়েছে !!! বলিউড ছেড়ে দিচ্ছি ।" এই টুইট করার সঙ্গে সঙ্গে নিজের অ্যাকাউন্টও বদলে ফেলেছেন তিনি । সেখানে তাঁর নামের পাশে লেখা 'নট বলিউড'।
ক্যারিয়ারে একাধিক ভিন্ন স্বাদের ছবি উপহার দিয়েছেন অনুভব । তার মধ্যে 'মুল্ক', 'থাপ্পড়' ও 'আর্টিকল 15' অন্যতম । এমনকী, সমালোচকদের পছন্দের তালিকাতেও রয়েছে ছবিগুলি । যদিও অনুভবের বলিউড ছাড়ার সিদ্ধান্তে অবাক হয়ে যান একাধিক তারকা ও সিনেপ্রেমীরা ।
অনুভবের টুইটের প্রেক্ষিতে পরিচালক সুধীর মিশ্র লেখেন, "বলিউড কী ? আমি সত্যজিৎ রায়, রাজ কাপুর, গুরু দত্ত, ঋত্বিক ঘটক, বিমল রায়, মৃণাল সেন, হৃষিকেশ মুখার্জি, কে আসিফ, বিজয় আনন্দ, জাভেদ আখতার, তপন সিনহা, গুলজ়ার, শেখর কাপুর, কেতন মেহতা, ভারতন ও অরবিন্দনদের দেখে সিনেমা জগতের অংশ হতে এসেছিলাম । সেই জন্যই আমি সবসময়ই থাকব ।"
-
What's Bollywood?I came 2be partof Cinema inspired by Satyajit Ray ,Raj Kapoor,Guru Dutt,Ritwick Ghatak,Bimal Roy,Mrinal Sen , Hrishikesh Mukherjee,KAsif,Vijay Anand ,Javed Akhtar,Tapan Sinha, Gulzar ,Shekhar Kapur,Ketan Mehta , Bharatan n Aravindan etc.Thatswhere I'll always be.
— Sudhir Mishra (@IAmSudhirMishra) July 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What's Bollywood?I came 2be partof Cinema inspired by Satyajit Ray ,Raj Kapoor,Guru Dutt,Ritwick Ghatak,Bimal Roy,Mrinal Sen , Hrishikesh Mukherjee,KAsif,Vijay Anand ,Javed Akhtar,Tapan Sinha, Gulzar ,Shekhar Kapur,Ketan Mehta , Bharatan n Aravindan etc.Thatswhere I'll always be.
— Sudhir Mishra (@IAmSudhirMishra) July 21, 2020What's Bollywood?I came 2be partof Cinema inspired by Satyajit Ray ,Raj Kapoor,Guru Dutt,Ritwick Ghatak,Bimal Roy,Mrinal Sen , Hrishikesh Mukherjee,KAsif,Vijay Anand ,Javed Akhtar,Tapan Sinha, Gulzar ,Shekhar Kapur,Ketan Mehta , Bharatan n Aravindan etc.Thatswhere I'll always be.
— Sudhir Mishra (@IAmSudhirMishra) July 21, 2020
অনুভবের টুইট থেকে অবাক পরিচালক হনসল মেহতাও । তিনি লেখেন, "ছেড়ে দিয়েছ...এটা কখনওই প্রথম স্থানে ছিল না ।"
এদিকে অনুভবের এই ঘোষণায় মন খারাপ ফ্যানদের । তাঁকে পরিচালনা না ছাড়ার আবেদন জানান তাঁরা । তার মধ্যেই একজন ইউজ়ার লেখেন, "অভিনয় করতে শুরু করবেন না যেন স্যর...কেউ সম্মান করে না । যদিও পরিচালকদেরও কেউ সম্মান করে না ।"